গুলশাখালীতে খাসজমি দখলসহ মামলা দিয়ে হয়রানীর বিরুদ্ধে মানববন্ধন


নিজস্ব প্রতিবেদক    |    ১০:২৫ পিএম, ২০২৪-০২-১৪

গুলশাখালীতে খাসজমি দখলসহ মামলা দিয়ে হয়রানীর বিরুদ্ধে মানববন্ধন

রাঙামাটির গুলশাখালীতে অবৈধভাবে খাস জায়গা-জমি দখলসহ মামলা দিয়ে স্থানীয় বাসিন্দাদের হয়রানিকারি মোঃ আলী, মাসুদ, কিতাব আলী গংদের বিচারের দাবিতে মানব বন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা।

বুধবার বিকেলে গুলশাখালীস্থ চৌমুহনী বাজারে স্থানীয় বাসিন্দারা এই মানববন্ধনের আয়োজন করে।

স্থানীয় ভূক্তভোগী, জনপ্রতিনিধি থেকে শুরু করে হেডম্যান-কার্বারী উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করে। 

মানববন্ধনে বক্তারা বলেন, গুলশাখালী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা না হলেও জনৈক মোঃ আলী, মাসুদ ও কিতাব আলীগং গুলশাখালীর বিভিন্ন খাস জায়গা জাল-জালিয়াতির মাধ্যমে বিভিন্নজনের কাছে বিক্রি করে আসছে।

এই চক্রটি এতোটাই প্রভাবশালী যে, তারা রাজনগর বিজিবি জোনের নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই ঘর তুলে সেসকল জায়গাও বিক্রি করে দিচ্ছে। তাদের এহেন অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে কথা বললে তারা স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে প্রতিনিয়তই হয়রানী করে আসছে।

এতে করে গুলশাখালী ইউনিয়নের শান্তিশৃঙ্খলার চরম ব্যাঘাত ঘটছে। তাই এলাকার শৃঙ্খলা বিনষ্টকারি মোঃ আলী, মাসুদ ও কিতাব আলী গংদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। 

এসময় বক্তব্য রাখেন হেডম্যান, স্থানীয় ইউপি মেম্বার, কার্বারীসহ ভূক্তভোগীর পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।