নিজস্ব প্রতিবেদক | ০৪:০৫ পিএম, ২০২০-১০-২৯
ফ্রান্সে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী হযরত মুহাম্মদ(সাঃ) এর ব্যাঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙামাটি জেলা শাখার আয়োজনে পৌরসভা চত্বর থেকে বিশাল মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ২০১৫ সালে ফ্রান্সের কুখ্যাত রম্য পত্রিকা শার্লি এবদো কর্তৃক বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাঃ এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর মুসলমানদের হৃদয়ে যে রক্তক্ষরণ সৃষ্টি হয়েছিল তার রেশ কাটতে না কাটতেই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আবার মহানবী সাঃ কে অবমাননায় বিশ্ব মুসলিম চরমভাবে ব্যথিত ও ক্ষুব্ধ। ফ্রান্সকে এমন জঘন্য কর্মকান্ড বন্ধ করতে বাধ্য করতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম ও মহানবী সাঃ এর অবমাননার প্রতিবাদ করতে হবে। বিক্ষুব্ধ মুসলমানদের হৃদয়ের ক্ষত মুছতে হলে ফ্রান্সকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। তা না হলে এই আন্দোলন অব্যাহত থাকবে।
বক্তারা আরো বলেন, ফ্রান্সের পন্য বর্জন করার কারনে প্রায় ২৫ মিলিয়ন ক্ষতি হয়েছে তাই ফ্রান্সের পন্য বর্জন ও ফ্রান্সকে বয়কট করতে হবে।
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশ রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি এনামুল হক মৃধা,সাবেক সভাপতি ও উপদেষ্টা জসিম উদ্দীন,সহ সভাপতি মাওলানা আব্দুল্লাহ,সাধারন সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন রাঙামাটি জেলা সভাপতি ইসমাইল হোসেন,ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন রাঙ্গামাটি জেলা সভাপতি ওমর ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও ধর্মপ্রান মুসলিমরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের রুমা উপজেলার ছিলোপি পাড়া এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল অভিযান পরিচালনা করে কেএনএ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের আলীকদমে গরু চুরির ঘটনায় গরুর মালিক মোঃ ইউনূস বাদী হয়ে আট জনের বিরুদ্ধে মামলা করেছেন। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের রুমা উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী সংগঠন কেএনএফ কর্তৃক মাইন বিস্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্মাট বাংলাদেশ বিনির্মানে ৪র্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনু...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বরকলে বজ্রপাতের আঘাতে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন, আনসার ভিডিপি সদস্য মোঃ সুলতান (৫৭), মো...বিস্তারিত
গোলামুর রহমান-লংগদু : রাঙ্গামাটির লংগদু জোনের অন্তর্গত ভুঁইয়াপাড়া এলাকায় মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করে লংগদু সে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited