রাঙ্গামাটির বিচ্ছিন্ন দ্বীপে পৌছালো বিদ্যুৎ সংযোগ


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:৫২ পিএম, ২০২০-১০-২৮

রাঙ্গামাটির বিচ্ছিন্ন দ্বীপে পৌছালো বিদ্যুৎ সংযোগ

রাঙামাটি শহরের ৭নং ওয়ার্ড পৌর কার্যলয়ের নিকটবর্তী দ্বীপ সৈয়দ নগর এলাকায় বিদ্যুৎ বঞ্চিত মানুষের দীর্ঘদিনের কাঙ্খিত স্বপ্ন পূরণ হলো বিদ্যুত সংযোগের মাধ্যমে। চলতি বছরের অক্টোবর মাসের শুরুতে শহরের পৌর এলাকার বিচ্ছিন্ন দ্বীপ সৈয়দ নগরে এই  বিদ্যুত সংযোগ দেওয়া হয়। এতে ঐ এলাকার  প্রায় ৪০ টি পরিবার বিদ্যুতের আওয়াতায় আসে।

মঙ্গলবার বিকেলে  এই বিদ্যুৎ সংযোগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান চিং কিউ রোয়াজা।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আব্দুল মতিন, জেলা আওয়ামীলীগের মহিলা নেত্রী  মনিকা আক্তার, লিখিকা চাকমা, সাবেক পৌর কাউন্সিল রবিউল আলম রবিসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গরা।