রাঙামাটিতে কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে মতবিনিময় 


নিজস্ব প্রতিবেদক    |    ১২:২৬ এএম, ২০২৪-০৭-১৫

রাঙামাটিতে কিশোর গ্যাংয়ের অপরাধ প্রতিরোধে মতবিনিময় 

রাঙামাটিতে কিশোর অপরাধ প্রতিরোধে জন সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে দুুইঘন্টাব্যপী অনুষ্ঠিত এ মত বিনিময় সভা সাপছড়ি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তাগণ কিশোর অপরাধ দমনে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই উল্লেখ করে তরুণদের মাঝে খেলাধুলা, শরীর চর্চা ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানোর উপর গুরুত্বারোপ করেন এবং তাদের আত্মকর্মসংস্থানমূলক প্রশিক্ষণে ব্যস্ত রাখার আহ্বান জানান।

নির্ভয় সমাজ উন্নয়ন সংস্থা (এনএসইউএস) এর উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সংস্থাটির নির্বাহী পরিচালক বীনা তেরেজা কোরাইয়া।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাঙামাটি পেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, রাঙামাটি কোতয়ালী থানার এসআই সবুজ চন্দ্র পাল ও সাপছড়ি ইউপি সদস্য সুনীল কুমার চাকমা।

সাপছড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপিন বিকাশ চাকমার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বিদ্যালয়ের সহককারি শিক্ষক অর্বিল দেওয়ান এবং নির্ভয় এর জেলা সমন্বয়কারী অর্পিতা চাকমা বক্তব্য রাখেন।


সভায় জানানো হয় কিশোর অপরাধ প্রতিরোধে এবং কিশোর গ্যাং ও মাদকাসক্তদেরকে সুস্থ্য ধারার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে শীঘ্রই জাতীয় পর্যায়ে একটি কনসোটিয়াম অনুষ্ঠিত হবে। তার প্রস্তুতি হিসেবে জেলায় জেলায় মত বিনিময় সভার আয়োজন করা হচ্ছে। 


বক্তাগণ কিশোর কিশোরীদের অপরাধ প্রবণতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি স্মার্টফোন থেকে দূরে থাকার অনুরোধ জানান। কোথাও শিশুকিশোরদের মাঝে ব্যতিক্রমধর্মী ও অপরাধমূলক তৎপরতার চোখে পড়ার সাথে সাথে তা অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক বা পুলিশকে অবহিত করার আহ্বান জানান।