নিজস্ব প্রতিবেদক | ০১:১৯ পিএম, ২০২৩-১০-৩০
রাঙামাটি জেলার দুই কৃতি সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমা ও ক্রিকেটার লেকি চাকমাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট-২০২৩ প্রতিযোগিতায় অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় জেলার জুরাছড়ি উপজেলার কৃতি সন্তান বক্সার সুর কৃষ্ণ চাকমা ও আইসিসি অনুর্ধ ১৯ বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে পার্বত্য চট্টগ্রাম থেকে অংশ নেয়া কৃতি ক্রিকেটার লেকি চাকমাকে জেলা ক্রীড়া সংগঠক ও খেলোয়ারবৃন্দের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় জেলা প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এই সম্মননা প্রদানের আয়োজন করা হয়।
জেলার সাবেক ক্রীড়াবিদ ও রাঙ্গামাটি জেলা ফুটবল একাডেমির পরিচালক ওয়াশিংটন চাকমার সভাপতিত্বে ও বেতারের প্রতিনিধি মো. কাউছারের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর।
এ সময় জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ঝিনুক ত্রিপুরা, জেলা আওয়ামী লীগ সদস্য আশীষ কুমার চাকমা নব, জেলা পরিষদের সাবেক সদস্য মনোয়ারা জাহান, জুরাছড়ি উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা, উপজেলা ভুবনজয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তিময় চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. নাছির উদ্দিন সোহেল, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. হান্নানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা সভায় অনুভূতি ব্যক্ত করে সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমা সংবর্ধিত হওয়ায় আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ক্রীড়ার মাধ্যমে ভবিষ্যতেও তারা দেশের সুনাম বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর বলেন, রাঙামাটি জেলার প্রত্যান্ত এলাকা থেকে উঠে আসা সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমা আমাদের দেশের জন্য গর্ব। তারা ক্রীড়াক্ষেত্রে সুনাম বয়ে এনে বিশ্বের দরবারে দেশের মুখ উজ্জল করেছে। তিনি বলেন, সুর কৃষ্ণ ও লেকি চাকমা ছাড়াও পাহাড়ে অনেক কৃতি ক্রীড়াবিদের জন্ম হয়েছে, তারা সকলেই ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সুনাম ধরে রেখেছে।
সভা শেষে জেলার ক্রীড়া সংগঠক ও খেলোয়ারবৃন্দের পক্ষ থেকে বক্সার সুর কৃষ্ণ চাকমা ও লেকি চাকমাকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা শিথিল করা হয়েছে। বৃহস্পতিবার (...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির দীঘিনালায় যৌথবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্রসহ এক ইউপিডিএফ কর্মীকে আটক হয়েছে বলে জানিয়ে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বৈষম্যমূলক পার্বত্য কালো চুক্তি ও ব্রিটিশ হিলট্র্যাক্স ম্যানুয়েল ১৯০০ বাতিল করার দাবীতে আজ ঢাকা...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে যুবদল নেতাদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ করেছে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : আলমগীর মানিক রাঙামাটিতে অধ্যায়নরত মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তাদের স্থায়ী ক্যাম্পাসের দাবি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2024 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited