বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্ধোধন


নুরুল কবির    |    ১১:৩৭ পিএম, ২০২৩-১২-১১

বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্ধোধন

বান্দরবানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে বিজয় দিবস দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ উদ্বোধন।

সোমবার (১১ই ডিসেম্বর) রাত ৮টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি),কার্যালয় চত্বরে এলজিইডি বান্দরবানের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন। উদ্বোধনী ম্যাচে প্রথম পর্বের খেলায় গনপূর্ত বিভাগ কে পরাজিত করে এলজিইডি এবং ২য় খেলায় জেলা প্রশাসনকে পরাজিত করে জয়লাভ করে পাবত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ড।

এসময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ সাইফুল ইসলাম, স্থানীয় সরকার উপ-পরিচালক এসএম মনজুরুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফজলুর রহমান,সিনিয়র প্রকৌশলী জামাল উদ্দিনসহ সরকারি বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্য বৃন্দ।