বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগে রাঙামাটিতে ভোলকান ক্লাব'র অবিশ্বাস্য জয়


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩২ পিএম, ২০২৩-১২-২০

বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট লীগে রাঙামাটিতে ভোলকান ক্লাব'র অবিশ্বাস্য জয়

তাজুল ইসলাম তাজ


বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট খেলায় অদ্য ২০শে ডিসেম্বর ২০২৩ ইং রোজ বুধবারে রাঙামাটি চিংহ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে রাঙামাটি ভোলকান ক্লাব'র সাথে হামিদ স্মৃতি কোয়ার্টার ফাইনাল খেলে বঙ্গবন্ধু টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট'র বিগত সকল খেলার সেরা খেলা হিসাবে বিবেচিত হয়েছে দর্শকদের কাছে। ভোলকান ক্লাব ১ম রাউন্ডে ফ্রেন্স ক্লাব কে  ৬৪ রানের ব্যবধানে হারিয়ে ২য় রাউন্ড নিশ্চিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কৌটা প্লেয়ার রিংকু।

মাতব্বর স্মৃতি ফাউন্ডেশনকে উত্তেজনা পূর্ণ খেলা খেলে ৩ রানে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করে ভোলকান ক্লাব। এই ম্যাচ এ ২০তম ওভারে ১ম বোলিং করে এক রান ও না দিয়ে ২ উইকেট ও এক রান-আউট করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় লোকাল খেলোয়াড় শাহাদাত হোসেন। কোয়ার্টার ম্যাচে হামিদ স্মৃতি কে ১০২ রান টার্গেট দিয়ে ১৮.৫ বলে সকল উইকেট হারিয়ে উৎফুল্ল মূখর খেলা উপহার দেয় রাঙামাটি ভোলকান ক্লাব। এই ম্যাচে ৪৯ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হয় লোকাল খেলোয়াড় তারেক।

গত টি-২০ লীগে রানার্স আপ এই দল এবারও হাঁটি হাঁটি পা-পা করে এগোচ্ছে ফাইনাল এর দিকে। দর্শক ও সাপোর্টারদের আশা সেমিফাইনালে ও উৎসবমূখর সুন্দর ও আনন্দময় খেলা উপহার দিবে দর্শকদের।

বঙ্গবন্ধু টি-২০ খেলা দেখতে আশা দর্শক শহিদুল আলম বলেন রাঙামাটি জেলা হতে ক্রিকেট হারিয়ে যাচ্ছে।  বৃষ্টির সিজন ব্যাতীত অন্যান্য সিজনগুলোতে এরকম উৎসব মূখর খেলার আয়োজন করলে ভালো হয় বর্তমান সমাজের জন্য। কারন ছেলে মেয়েরা খেলাধুলা ফেলে মোবাইল গেম খেলে যা শরীর,মন ও দেহের জন্য মারাত্মক ক্ষতি। ছেলেমেয়েরা বুদ্ধির বিকাশ বাড়াতে খেলাধূলা প্রয়োজন। 

ভোলকান ক্লাব পরিচালক রহমত উল্লাহ বলেন আমার দল নিয়ে আমি খুবই আনন্দিত। ভালো খেলে দর্শকদের সুন্দর খেলা উপহার দিচ্ছে সকল খেলোয়াড়রা। আমি সকলের প্রতি সন্তুষ্ট। অপরদিকে উইকেট কিপার ও ভোলকান দলের অধিনায়ক সিনিয়র খেলোয়াড় বেনু দত্ত বলেন দলের সকলে ভালো খেলছে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সাপোর্টার ও দর্শকদের উৎসাহ পেয়ে আমাদের খেলা আরো ভালো হয়। সৃষ্টিকর্তার কৃপায় আমরা সেমিফাইনাল নিশ্চিত করেছি আগামীতে আরো সাপোর্ট ও সহোযোগিতা চাই দর্শকদের। সকলের দোয়া ও ভালোবাসায় আমরা ফাইনালে যাব এবং বিজয়ী হবো এই আশা আমি ও আমার দলের।