ম্যা‌নেজা‌রের দা‌য়িত্বহীনতায় রাঙামা‌টি শি‌রোপা ব‌ঞ্চিত


নিজস্ব প্রতিবেদক    |    ১২:১৬ এএম, ২০২৪-০৬-১৪

ম্যা‌নেজা‌রের দা‌য়িত্বহীনতায় রাঙামা‌টি শি‌রোপা ব‌ঞ্চিত

জেএফএ কাপ অনুর্ধ ১৪ টুর্ণা‌মে‌ন্টের ফাইনা‌লে শক্ত প্রতিপক্ষ হওয়ার পরও রাজশাহীর কা‌ছে ২-০ গো‌লে হার নি‌য়ে চল‌ছে আ‌লোচনা সমা‌লোচনা। একই টুর্ণা‌মে‌ন্টে প্রথম রাউন্ডে রাঙামা‌টির কা‌ছে ৪-০ গো‌লে হে‌রে যাওয়া রাজশাহীর চ্যা‌ম্পিয়ন হওয়া নি‌য়ে দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুইহ্লা মং মারমার ভু‌মিকা নি‌য়ে উঠ‌ছে নানা প্রশ্ন। 

জানা গে‌ছে, গত ১১ জুন রাজশাহী ভেন্যু‌তে জেএফএ কাপ অনুর্ধ ১৪ টুর্ণা‌মে‌ন্টের ফাইনালে প্রতিপক্ষ ছিল রাঙামা‌টি ও রাজশাহী। একইদিন রাঙামা‌টি জেলা ফুটবল এসো‌সি‌য়েশ‌নের নির্বাচন। 

কাউখালী উপ‌জেলা ক্রীড়া সংস্থা হ‌তে আসা কাউন্সিলর রাঙামা‌টি দ‌লের ম্যা‌নেজার সুইহ্লা মং মারমা ডিএফএ,র নির্বাচ‌নে সদস্য প্রার্থী। কাকতালীয়ভা‌বে সুইহ্লা মং ফাইনা‌লে রাঙামা‌টি দল‌কে রাজশাহী‌তে অ‌ভিভাবকহীন রে‌খে রাঙামা‌টি‌তে এসে ডিএফএ,র নির্বাচ‌নে অংশ নেন এবং পরা‌জিত হন। 

অপর‌দি‌কে, তার দা‌য়িত্বহীনতায় রাঙামা‌টি ফাইনা‌লে শক্ত প্রতিপক্ষ থাকার পরও রাজশাহীর কা‌ছে ২-০ গো‌লে হে‌রে শি‌রোপা ব‌ঞ্চিত হয়। 

রাঙামা‌টির পরাজ‌য়ে স্থানীয় ক্রীড়া সংগঠকরা সামা‌জিক যোগা‌যোগ মাধ্য‌মসহ নানাভা‌বে ক্ষোভ প্রকাশ ক‌রে ব‌লেন, রাঙামা‌টির সুনাম নি‌য়ে ছি‌নি‌মি‌নি খেলা এসব দা‌য়িত্বজ্ঞানহীন কর্মকর্তা‌কে জবাব‌দিহীতার আওতায় আনা উচিত। 

যার কা‌ছে রাঙামা‌টি জেলার সুনা‌মের সা‌থে ডিএফএ নির্বাচন বড় ম‌নে হয়, তার কা‌ছে জেলার ফুটব‌লের ভ‌বিষ্যত কতটা নিরাপদ ভে‌বে দেখার সময় এসে‌ছে। 

এ বিষ‌য়ে জেলা ফুটবল এসো‌সি‌য়েশ‌নের সা‌বেক সভাপ‌তি সাইফুল ইসলাম ভু‌ট্টো ব‌লেন, এটা ছিল আমার শেষ টুর্ণা‌মেন্ট। রাজশাহী ভেন্যু‌তে যা হ‌য়ে‌ছে দুঃখজনক। 

ফাইনা‌লের আ‌গের‌দিন ম্যা‌নেজার সুইহ্লা মং এর সা‌থে কথা ব‌লে‌ছি এবং সে আস‌বে না ব‌লে‌ছিল। কিন্তু পর‌দিন শু‌নে‌ছি সে রাঙামা‌টি‌তে চ‌লে এসে‌ছে। এ‌তে ক‌রে তি‌নি দা‌য়িত্বহীনতার প‌রিচয় দি‌য়ে‌ছে এবং বুঝা যায়, " ডাল মে কুচ কালা হ্যায়"।