বান্দরবানে কেএনএফ’র দুই সন্ত্রাসী নিহত


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩০ পিএম, ২০২৪-০৭-২৪

বান্দরবানে কেএনএফ’র দুই সন্ত্রাসী নিহত

বান্দরবানের রুমায় যৌথ বাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আটক হয়েছেন ৩জন। 

বুধবার (২৪ জুলাই) সকালে উপজেলার সৈকতপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার হুসাইন মো: রায়হান কাজেমী।

তিনি বলেন, বান্দরবানের রুমা উপজেলার সৈকত পাড়া এলাকায় যৌথবাহিনীর অভিযানে কেএনএফের দুজন সদস্য নিহত হয়েছেন। তবে এলাকাটি দুর্গম ও নেটওয়ার্ক না থাকায় নিহতদের মরদেহ উদ্ধার ও নাম পরিচয় পাওয়া যায়নি।অভিযান এখনও চলমান রয়েছে।