আলমগীর মানিক | ০১:০২ পিএম, ২০২৪-০৪-২৭
আলমগীর মানিক
কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে সুশৃঙ্খলভাবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা। শনিবার (২৭মে) রাঙামাটি রাবিপ্রবি’র অধীনে আট কেন্দ্রে গুচ্ছ ভর্তি পরীক্ষায় ৮ হাজার ৫৮২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন, রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।
রাবিপ্রবি’র বঙ্গবন্ধু কর্ণারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভিসি জানান, দেশের অন্যতম পর্যটন শহর রাঙামাটিতে এবছর গুচ্ছ ভর্তি পরীক্ষায় তিন দফায় এ, বি এবং সি ইউনিটে অংশ নিবে সর্বমোট ১৪ হাজার ৫৩০ জন পরীক্ষার্থী।
শনিবার প্রথম দফা এ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। জেলা শহরের অভ্যন্তরের আটটি শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে পরীক্ষার্থীরা গুচ্ছভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সংবাদ সম্মেলনে ভিসি, জানিয়েছেন, এবার জিএসটি ভর্তি পরীক্ষায় “এ” ইউনিটের অধীনে ৮,৫৮২, “বি” ইউনিটের অধীনে ২,৭৪৪ এবং “সি” ইউনিটের অধীনে ৩,২০৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
পুলিশ প্রশাসন, রাঙামাটি জেলা প্রশাসন, গণমাধ্যমকর্মী, হোটেল-মোটেল কর্তৃপক্ষসহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, অটোরিক্সা মালিক সমিতি ও সংশ্লিষ্ট্য সকলের সার্বিক সহযোগিতায় অত্যন্ত সুন্দর ও নিরাপত্তা ব্যবস্থার মধ্যদিয়ে এবারের ভর্তি পরীক্ষা আয়োজন করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাঙামাটি রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার বলেন, আমাদের রাঙামাটি জেলায় আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের জন্য অত্রাঞ্চলের মানুষের সার্বিক সহযোগিতায় আমি মুগ্ধ। এতোবড় আয়োজনে কঠোর পরিশ্রম করার জন্য রাঙামাটির পুলিশ প্রশাসনকে তিনি ধন্যবাদ জানান।
এসময় রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ-বিপিএম(বার), প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইউসুফ, অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক’সহ সংশ্লিষ্ট বিভিন্ন শিক্ষকবৃন্দ ও গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এদিকে, পার্বত্যাঞ্চলের সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্চ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে এবার প্রথমবারের মতো রাঙামাটিতে অনুষ্ঠিত রাবিপ্রবি’র গুচ্ছ ভর্তি পরীক্ষায় মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকআপ করে পরীক্ষার্থীদের পরীক্ষার হলে প্রবেশ করানো হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানিয়েছেন, রাঙামাটিতে আগত পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিরাপত্তার কথা চিন্তা করে প্রায় ২৫০ পুলিশ সদস্যের সরব উপস্থিতিতে পুরো রাঙামাটি শহরকে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে এবং প্রত্যেক শিক্ষার্থীকে তাদের সম্পূর্ন শরীর মেটাল ডিটেক্টরের মাধ্যমে পরীক্ষা করে পরীক্ষার হলে প্রবেশ করানো হচ্ছে।
রাবিপ্রবি'র তত্ত্বাবধানে অনুষ্ঠিত পরীক্ষায় প্রধান কেন্দ্র হচ্ছে রাবিপ্রবি ক্যাম্পাস এবং উপ-কেন্দ্রগুলো হচ্ছে রাঙামাটি সরকারি কলেজ, রাঙামাটি সরকারি মহিলা কলেজ, রাঙামাটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়, শহীদ আবদুল আলী একাডেমী এবং ভেদভেদী পৌর উচ্চ বিদ্যালয়।
আইয়ুব চৌধুরী : রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে ছবি সহ ভোটার হালনাগাদ কর্মসূচি ২০২৫,নির্বাচন অফিস কর্তৃক সমন্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি টিটু রাম দে’কে (২৫) গ্রেপ্তার করেছে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনাজোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক ...বিস্তারিত
লংগদু প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের বাংলাদেশ লাগোয়া একটি সীমান্ত জেলা থেকে বিশাল অস্ত্রের...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited