রাঙামাটিতে গ্রাহকদের সহনীয় পর্যায়ে বিল পরিশোধে ব্যবস্থার আশ্বাস বিদ্যুৎ বিভাগের


আলমগীর মানিক    |    ১২:১৬ পিএম, ২০২৪-০৪-২৮

রাঙামাটিতে গ্রাহকদের সহনীয় পর্যায়ে বিল পরিশোধে ব্যবস্থার আশ্বাস বিদ্যুৎ বিভাগের

রাঙামাটিতে মাত্রাতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে গ্রাহকদের উৎকন্ঠা নিরসনের উদ্যোগ নিয়েছে জেলার বিদ্যুৎ বিতরণ বিভাগ কর্তৃপক্ষ। সাম্প্রতিক সময়ে রাঙামাটি শহরের ইসলামপুর এলাকাসহ কয়েকটি এলাকায় বিদ্যুতের মিটার পরিবর্তন পরবর্তী সময়ে বিদ্যুত বিল কয়েকগুণ বেশি প্রদান করায় স্থানীয় গ্রাহকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। 

বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের দৃষ্টিগোচর হয়। তারই ধারাবাহিকতায় গ্রাহকদের জন্য সহনীয় পর্যায়ে ধারাবাহিক পর্যায়ে বিল প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন। তিনি জানিয়েছেন, সারাদেশের ন্যায় রাঙামাটিতেও স্মার্ট প্রি পেমেন্ট মিটারিং প্রকল্প চলমান রয়েছে। 

এই প্রকল্পের আওতায় রাঙামাটিতে প্রায় ২৪ হাজার গ্রাহকের মিটার পরিবর্তন করা হবে। তারই ধারাবাহিকতায় এখন পর্যন্ত প্রায় তিন হাজার মিটার পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনের সময় পূর্বের মিটারগুলোতে যে ইউনিট পাওয়া যায় সেগুলোর আলোকেই বিদ্যুতের বিল প্রদান করা হয়েছে। এতে করে অনেক গ্রাহকের জমে থাকা ইউনিটের পরিমাণ বেশি হওয়ায় বিলটাও বেশি এসেছে।

এটা সম্পূর্নভাবে সরকারের পাওনা এবং সন্মানিত গ্রাহকদের এটি পরিশোধ করতে হবে। এই ক্ষেত্রে গ্রাহকদের সামর্থ্যের কথা বিবেচনায় আমরা সহনীয় পর্যায়ে কিস্তি আকারে বিল তৈরি করে দিবো। এতে করে গ্রাহকরা তাদের সামর্থ অনুযায়ী বিলগুলো পরিশোধ করতে পারবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী মোঃ জালাল উদ্দিন। 


প্রসঙ্গত: রাঙামাটি শহরের অদূরে ইসলামপুরের কয়েকশো গ্রাহকদের কয়েকগুন বেশি হারে বিদ্যুতের বিল প্রদান করায় হতদরিদ্র গ্রাহকদের বিক্ষোভ নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। তারই প্রেক্ষিতে রাঙামাটির বিদ্যুত বিতরণ বিভাগ কর্তৃপক্ষ গ্রাহকদের হয়রানী বন্ধে এবং তাদের সামর্থ অনুসারে কিস্তির মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধের উদ্যোগ নিয়েছে।