রাঙামাটিতে মোটরযান কাগজসহ লাইসেন্স হালনাগাদে বিআরটিএ’র সময় বৃদ্ধি


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৪২ পিএম, ২০২৪-০৫-০৯

রাঙামাটিতে মোটরযান কাগজসহ লাইসেন্স হালনাগাদে বিআরটিএ’র সময় বৃদ্ধি

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাঙামাটির অধীনে সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে রাঙামাটি বিআরটিএ অফিস কর্তৃপক্ষ। 

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটিতে জরিমানা ব্যতীত মূল ও ফি জমা প্রধানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র, (ফিটনেস,ট্যাক্স,টোকেন ও রুট পারমিট) এবং বিআরটিএ ড্রাইভিং লাইসেন্সের সময় সীমা আগামী ৩০/০৬/২০২৪ পর্যন্ত এই সময় সীমা বৃদ্ধি করা হয়েছে।

ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করতে কোনো জরিমানা ফি নেওয়া হবে না। মূল কর ও ফি জমা দিয়েই ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করা যাবে। 


প্রচারে ; বিআরটিএ রাঙামাটি সার্কেল, রাঙামাটি পার্বত্য জেলা