নিজস্ব প্রতিবেদক | ০৯:১৫ পিএম, ২০২৪-০৫-১৮
পারিবারিক ভূমি বিরোধকে কেন্দ্র করে রাঙামাটি শহরের আসামবস্তি এলাকায় বিক্ষোভ মিছিলসহ সংবাদ সম্মেলন করেছে আসামবস্তি নোয়াদাম ব্রাহ্মণটিলা এলাকার শতাধিক এলাকাবাসী। শনিবার দুপুরে তারা এলাকায় বিক্ষোভ মিছিল করে প্রশাসনের দৃষ্টি আকর্ষণে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীরা অভিযোগ করে জানান, এলাকার জনৈক মোঃ আলী আকবর এবং মোঃ আজিজুর রহমান (কামরুল)গং এর অত্যাচার নির্যাতন নীপিড়নে এলাকাবাসীর কেউ শান্তিতে বসবাস করতে পারছে না। প্রতিনিয়তই এই পরিবারটির হাতে হামলা মামলার শিকার হচ্ছে নিরীহ এলাকাবাসীরা। শুক্রবার সন্ধ্যায়ও আলী আকবর গংদের হামলায় মারধরের শিকার হয়ে দুজন আহত হয়েছে। আহতরা বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে এলাকাবাসীরা অভিযোগ করেন, এলাকার বিভিন্ন পরিবারের উপর একাধিকবার হামলা মামলা করে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করলেও আলী আকব্বর গংদের বিরুদ্ধে কোতোয়ালি থানা কোনো ব্যবস্থা নেয়নি।
এলাকাবাসীর অভিযোগ, আলী আকবর গংদের হামলায় আহত হয়ে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও অধ্যবদি পর্যন্ত আসামীদের বিরুদ্ধে কোতোয়ালি থানা পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে নিজেদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষনে তারা সংবাদ সম্মেলনে আয়োজন করেছেন।
এদিকে এলাকাবাসীর অভিযোগের বিষয়ে কোতোয়ালি থানা ওসি মোহাম্মদ আলী'র কাছে জানতে চাইলে তিনি জানান, পুলিশি সহযোগী না পাওয়ার বিষয়টি সঠিক নয়। আমরা এই বিষয়টি আমলে নিয়ে ইতিমধ্যেই আমাদের একজন অফিসারকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশনা দেওয়া হয়েছে। ওসি বলেন, এই ঘটনায় কোনো ধরনের পক্ষপাতিত্বে প্রশ্নই উঠেনা।
এদিকে সংবাদ সম্মেলনে অভিযুক্ত আলী আকবর এর সাথে মুঠোফোন যোগাযোগ করলে তিনি জানান, আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয়েছে তা সত্য নয়। আমি এই ঘটনার সাথে জড়িত নই। তিনি বলেন, এটা আমার শশুর বাড়ির নিজস্ব ঝামেলা। এতে আমার কোনো সংশ্লিষ্টতা নাই। সম্পূর্ন ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর জন্য আমাকে জড়িয়ে কুৎসা রটাচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহত নাহিদা বেগম'র ছেলে সাইফুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, পরিমল দে,মো কামাল, ফরিদ আহমেদ সামি, মৌসুমি দে, শিমুল দে সহ এলাকাবাসী।
আইয়ুব চৌধুরী : রাজস্থলী উপজেলা প্রশাসনের আয়োজনে ছবি সহ ভোটার হালনাগাদ কর্মসূচি ২০২৫,নির্বাচন অফিস কর্তৃক সমন্ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় পরোয়ানাভুক্ত পলাতক আসামি টিটু রাম দে’কে (২৫) গ্রেপ্তার করেছে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়িতে ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে বাঘাইহাট সেনাজোনের উদ্যোগে দুস্থ অসহায় বয়স্ক ...বিস্তারিত
লংগদু প্রতিনিধি : পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে লংগদু জোন তাদের দায়িত্বপূর...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামের বাংলাদেশ লাগোয়া একটি সীমান্ত জেলা থেকে বিশাল অস্ত্রের...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited