প্রতিক পেয়েই তুমুল প্রচারণায় লংগদুর ৯ প্রার্থী


নিজস্ব প্রতিবেদক    |    ০১:০৪ এএম, ২০২৪-০৫-১৬

প্রতিক পেয়েই তুমুল প্রচারণায় লংগদুর ৯ প্রার্থী

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে রাংগামাটির লংগদু উপজেলার ৯ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) সকালে রাঙামাটি জেলা নির্বাচন কার্যালয়ে রিটার্নিং অফিসার মোহাম্মদ সাখাওয়াত হোসেন প্রার্থীদের হাতে প্রতিক তুলে দেন। এসময় লংগদু উপজেলার সহকারী রিটার্নিং অফিসার উপস্থিত ছিলেন।

এদিকে প্রতিক বরাদ্দের পরপরই প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। মঙ্গলবার সকাল থেকে প্রার্থীরা নির্বাচনী প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েছেন। মাইকিং, জনসংযোগসহ নানা প্রচারণা করতে দেখা গেছে অনেক প্রার্থীদের।

এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল বারেক সরকার (ঘোড়া), লংগদু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু (আনারস), এডভোকেট আবসার উদ্দিন (মোটর সাইকেল) ও বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম ঝান্টু (দোয়াত কলম)।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ রাকিব হাসান (বই), তোফায়েল আহমেদ বাবুল (টিউবওয়েল) ও কল্যান মিত্র চাকমা (চশমা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীরা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম (ফুটবল) ও ফাতেমা জিন্নাহ (কলস)।

এবিষয়ে লংগদু উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. বুলবুল আহমেদ প্রতিবেদক কে বলেন, লংগদুতে চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে আমাদের সব প্রস্তুতি চলছে। প্রার্থীরা যাতে আচারণবিধি মেনে প্রচারণা করেন সেদিকে নজরদারি রয়েছে। 

উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিধি অনুযায়ী ভোটগ্রহণ শুরুর ৩২ঘণ্টা আগ পর্যন্ত চলবে প্রচার-প্রচারণা। আগামী ২৯ মে তৃতীয় ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের উপজেলা নির্বাচনে ২১টি কেন্দ্রে লংগদু উপজেলার ৬১ হাজার ২'শ ৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৩১ হাজার ৮'শ ৭৭ জন এবং ২৯হাজার ৩'শ ৮৬ জন রয়েছে নারী ভোটার। 

লংগদু’র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু প্রতিক পেয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, লংগদু উপজেলা একটি পিছিয়ে পড়া উপজেলা। অত্রাঞ্চলের সাধারণ ভোটারদের মূল্যবান রায় পেয়ে আমি যদি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হতে পারি তাহলে আমি সংশ্লিষ্ট্য পাহাড়ি-বাঙ্গালী দলমত নির্বিশেষে সকলকে সাথে নিয়ে লংগদু’কে একটি অসাম্প্রদায়িক উপজেলা হিসেবে গড়ে তুলবো। এছাড়াও লংগদু সাথে রাঙামাটির সরাসরি সড়ক যোগাযোগ সৃষ্টিকরে অত্রাঞ্চলে উৎপাদিত পণ্যাদি রাঙামাটি হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে বাজারজাত করে অর্থনৈতিকভাবে লংগদুকে সম্মৃদ্ধশীল করে এখানকার মানুষের জীবনমানের পরিবর্তন করার প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন আনারস প্রতিকের প্রার্থী বাবুল দাশ বাবু।