রাঙামাটিতে রাবিপ্রবি’র গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ২১২৩ পরীক্ষার্থী


আলমগীর মানিক    |    ০৭:০০ পিএম, ২০২৪-০৪-২৭

রাঙামাটিতে রাবিপ্রবি’র গুচ্ছ ভর্তি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ২১২৩ পরীক্ষার্থী

আলমগীর মানিক

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই কঠোর নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সুষ্ঠ ও সুন্দরভাবে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে জিএসটি গুচ্ছভুক্ত "এ" ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথমদিনে ২ হাজার ১২৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো বলে রাঙামাটি রাবিপ্রতি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। শনিবার বেলা ১২ থেকে একটা পর্যন্ত এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত "এ" ইউনিটের (আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষা) সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্র ও ৭ টি উপ-কেন্দ্রে "এ" ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৮,৫৮২ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৬৪২ জন উপস্থিত, ১৯৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। 

রাঙামাটি রাবিপ্রবি কর্তৃপক্ষ জানিয়েছে প্রথমদিনের প্রথম পর্বে উপস্থিতির হার ছিলো ৭৭.৩৯ %। 

এছাড়া শনিবার বিকেলে অনুষ্ঠিত আর্কিটেকচার ব্যবহারিক পরীক্ষায় ৪১১ জন পরীক্ষার্থীর মধ্যে ২২৮ জন পরীক্ষার্থী উপস্থিত ও ১৮৩ জন পরীক্ষার্থী অনুস্থিত ছিল এবং ব্যবহারিক পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৫৫.৪৭%।

এরআগে পরীক্ষার শুরুতে সকালে রাবিপ্রবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ এবং প্রক্টর (ভারপ্রাপ্ত) ও জিএসটি গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার ফোকাল পয়েন্ট ড. নিখিল চাকমা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং দায়িত্বরত পর্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও পরীক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে ভর্তি পরীক্ষার তদারকি করেন।

”এ” ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.সেলিনা আখতার জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপকেন্দ্র প্রধান, উপ-কেন্দ্র সমন্বয়ক, প্রত্যবেক্ষক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী,স্বেচ্ছাসেবক,গণমাধ্যম কর্মী,পরীক্ষা সংশ্লিষ্ট কাজে যারা সহযোগিতা করেছেন,পরীক্ষার্থী-যারা দূর দূরান্ত থেকে কষ্ট করে এসে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এবং ভর্তি পরীক্ষায় যারা সহযোগিতা প্রদান করেছেন তাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, শনিবার(২৭ এপ্রিল) জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের “এ” ইউনিট এর ভর্তি পরীক্ষা (২০২৩-২০২৪) দেশব্যাপী ২৪টি বিশ্ববিদ্যালয়ে (কেন্দ্রে) একযোগে অনুষ্ঠিত হয়েছে। আগামী ৩ মে ২০২৪ তারিখ “সি” ইউনিটের এবং ১০ মে ২০২৪ তারিখ “বি” ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।