লংগদু’য় বন্যহাতির আক্রমনে বৃদ্ধা নিহত


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:৫১ পিএম, ২০২৪-০১-০৮

লংগদু’য় বন্যহাতির আক্রমনে বৃদ্ধা নিহত

রাঙামাটির দুর্গম লংগদু উপজেলার ভাসান্যাদম, বগাচতর, গুলশাখালী এই তিনটি ইউনিয়নের সাধারণের মানুষের প্রতিনিয়ত বন্যহাতির সাথে যুদ্ধ করে বাঁচতে হচ্ছে। 

এই যুদ্ধে প্রতি বছরই কাউকে না কাউকে বন্যহাতির আক্রমণে প্রাণ হারাতে হচ্ছে।

আজও (সোমবার) ভাসান্যাদম ইউনিয়নে মাহি তারা বেগম (৬৩) নামে এক বৃদ্ধা হাতির আক্রমণে নির্মমভাবে মারা গেছেন।

সোমবার (৮ জানুয়ারি) বিকেল ৪টার দিকে ভাসান্যাদম ইউনিয়নের আমতলীপাড়া এলাকায় গরু আনতে গিয়ে হাতির আক্রমণের শিকার হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

ভাসান্যাদম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হযরত আলী জানান, মাহি তারা বেগম ভাসান্যদম ইউনিয়নের মো: আইচ্ছা মিয়ার স্ত্রী। প্রতিদিনের মত আজকেও বাড়ি থেকে কিছুটা দূর থেকে নিজেদের গৃহপালিত গরু আনতে যায়। এসময় প্রতিমধ্যে হাতির আক্রমণের শিকার হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান মাহি তারা বেগম।

লংগদু থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাসান্যাদম এলাকায় বন্যহাতির আক্রমণে একজন বৃদ্ধার মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে আমাদের পুলিশ গিয়েছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জনানো হবে।