জবাশ্রী তালুকদার ডিগ্রি (পাস) পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন


হাটহাজারী প্রতিনিধি    |    ০৪:৫৬ পিএম, ২০২১-০২-১২

জবাশ্রী তালুকদার ডিগ্রি (পাস) পরীক্ষায় সারাদেশে প্রথম স্থান অর্জন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী (পাস) পরিক্ষায় প্রথম হয়েছেন চট্টগ্রামের হাটহাজারী সরকারী কলেজের ছাত্রী জবাশ্রী তালুকদার। হাটহাজারী সরকারি কলেজ বিএসসি(পাস)-২০১৭ সালের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থী জবাশ্রী তালুকদার সিজিপিএ ৩.৯০ (৪.০০ এর মধ্যে) পেয়ে সারা বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে।

উপচার্য উপহার হিসেবে আধা ভরি স্বর্ণসহ একটি ক্রেস্ট এবং সনদপত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুল মোহাম্মদকে প্রদান করেন। এ সময় কলেজের সকল শিক্ষক তাকে অভিনন্দন জানান। গতকাল বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারী) হাটহাজারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গুল মোহম্মদ স্যার এর সাথে দেখা হলে তিনি বলেন, এই অবদানের জন্য হাটহাজারী কলেজের গৌরব ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে।

সাবেক অধ্যক্ষ মীর কফিল উদ্দীনের সাথে ফোনে কথা হলে তিনি বলেন,এই সম্মাননা নতুন করে সাফল্য অর্জনে আমাদের ছাত্রছাত্রীদের মাঝে শক্তি জোগাবে বলেও আশা করি। আমাদের শিক্ষার্থীরা পৃথিবীর যে কোনো দেশে শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতা করে টিকে থাকার যোগ্যতা রাখে। তিনি ভালো ফলাফলের জন্য ছাত্রী জবাশ্রী তালুকদারকে অভিনন্দন জানান।