রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা


মোঃ সোহরাওয়াদ্দী সাব্বির    |    ০৪:০৬ পিএম, ২০২৪-০৬-০৫

রাঙামাটিতে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার সকালে রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। 

রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান এর সভাপতিত্বে উক্ত সভায় রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলাম, সহকারী  বন সংরক্ষক তবিবুর রহমান,সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান কর্মকর্তা গণসহ গণমাধ্যমকর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। 

আলোচনা সভায় বক্তারা,পরিবেশ দূষণ ও তার প্রতিকার নিয়ে বক্তব্য পেশ করার পাশাপাশি সকলকে পরিবেশ সম্পর্কে সচেতন হওয়ার জন্য আহ্বান জানান।

আলোচনা সভার আগে দিবসটি উপলক্ষে শহরের হ্যাপির মোড় থেকে র‌্যালী বের হয়ে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এসে শেষ হয়।