বাস ধর্মঘটে রাঙামাটিতে চরম দূর্ভোগে যাত্রী সাধারণ


আলমগীর মানিক    |    ০৩:০০ পিএম, ২০২৪-০৪-২৮

বাস ধর্মঘটে রাঙামাটিতে চরম দূর্ভোগে যাত্রী সাধারণ

আলমগীর মানিক

রাঙামাটির কাপ্তাই-চট্টগ্রাম সড়কে আগুন দিয়ে বাস পোড়ানোর প্রতিবাদে বৃহত্তর চট্টগ্রাম বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রাঙামাটিতে ৪৮ ঘন্টার ধর্মঘট পালন করছে বাস মালিক শ্রমিকরা। 

রোববার (২৮ এপ্রিল) সকাল থেকে ৪৮ ঘন্টার ধর্মঘটের কারণে রাঙামাটি-চট্টগ্রাম, রাঙামাটি-খাগড়াছড়ি,রাঙামাটি-বান্দরবানসহ অভ্যন্তরীণ রুটগুলোতে যাত্রীবাহি বাস রাঙামাটি থেকে ছেড়ে যায়নি।   

সকাল থেকে সব রুটের বাস কাউন্টারগুলো বন্ধ রয়েছে। এছাড়াও সকালে বিআরটিসি বাস চট্টগ্রাম থেকে রাঙামাটিতে আসলেও রাঙামাটি থেকে কোনো বিআরটিসি বাস ছেড়ে যাচ্ছে না। 

এতে চরম দুর্ভোগে পড়েছে, বান্দরবান, চট্টগ্রাম, খাগড়াছড়িগামী যাত্রী ও বিভিন্ন উপজেলা থেকে আসা যাত্রীসাধারণ।  

জীবন-জীবিকার তাগিদে আটকেপড়া যাত্রীরা বাধ্যহয়ে দ্বিগুন ভাড়া দিয়ে নে সিএনজি অটোরিকশাযোগে রাঙামাটি থেকে রানীরহাট ও চট্টগ্রাম পর্যন্ত যাচ্ছে।