রাঙামাটিতে ডিবি’র অভিযানে বিপুল পরিমান চোলাই মদ,সরঞ্জামসহ আটক-১


আলমগীর মানিক    |    ০৮:০১ পিএম, ২০২৪-০৪-১৮

রাঙামাটিতে ডিবি’র অভিযানে বিপুল পরিমান চোলাই মদ,সরঞ্জামসহ আটক-১

আলমগীর মানিক

মাদকের আগ্রাসন থেকে রাঙামাটিবাসীকে রক্ষায় এবার সাড়াঁশি অভিযান পরিচালনা করে দেশীয় কয়েকশো লিটার চোলাই মদ, মদ তৈরির বিপুল পরিমান উপকরণসহ সরঞ্জাম জব্দ করেছে রাঙামাটির ডিবি পুলিশ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলমান এই অভিযানে অন্তত ৫শ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে পুলিশ।

রাঙামাটিস্থ পুলিশ সুপারের কার্যালয় থেকে জানানো হয়, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাঙামাটি সদরস্থ পিটিআই নতুন পাড়া এলাকায় অবৈধ চোলাই মদ তৈরি এবং কেনাবেচা হয় মর্মে গোপন সংবাদ পায় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

উক্ত সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার মীর আবু তৌহিদ, বিপিএম (বার) এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু’র তত্ত্বাবধানে ডিবি পুলিশের একাধিক টিম নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া।

অভিযানকালে পিটিআই নতুন পাড়া এলাকার উত্তরপাশের শেষ মাথায় একটি পরিত্যক্ত ঘরে মজুদ রাখা ৪৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং মাদক ব্যবসার সাথে জড়িত সন্ধিগ্ধ ব্যক্তি সুফল তালুকদারের হেফাজত হতে আরো ৫০ লিটার দেশীয় চোলাই মদ’সহ সর্বমোট ৫শ লিটার দেশীয় তৈরি চোলাই মদ এবং বিপুল পরিমাণ মদ তৈরির উপকরণ উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয় চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।