আলমগীর মানিক | ০৩:৫৫ এএম, ২০২৩-০৯-১৪
আলমগীর মানিক
রাঙামাটির কাপ্তাই হ্রদে একইদিনে পৃথক ঘটনায় হ্রদের পানিতে তলিয়ে মারা যাওয়া তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাঙামাটি সদর, নানিয়ারচর ও লংগদু উপজেলাস্থ কাপ্তাই হ্রদ থেকে উদ্ধারকৃত নিহত তিনজনের মধ্যে দু’জন জেলে ও বাকি জন স্থানীয় বাসিন্দা।
রাঙামাটি কোতয়ালী থানা ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে,বুধবার ভোরে রাঙামাটি শহরের অদূরে কাপ্তাই হ্রদে মাছ ধরতে নেমে শান্তি জীবন চাকমা নামের এক জেলে পানির নীচে তলিয়ে যায়।
সংশ্লিষ্ট্য এলাকা বালুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার বিপ্লব ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, হ্রদের পানির নিচে তলিয়ে যাওয়ার পরপরই সেনাবাহিনী, স্থানীয় জনসাধারনের সহযোগিতায় ৮ ঘন্টা চেষ্ঠা চালিয়ে বিকেলে শান্তি জীবনের মরদেহ উদ্ধার করে দমকল বাহিনী।
এদিকে, বুধবার সকালে রাঙামাটির নানিয়ারচর উপজেলার চেঙ্গি নদীতে ডুবে নিখোঁজ হওয়া এক যুবকের মরদেহ ১১ ঘন্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মৃত ব্যক্তির নাম দীপু চাকমা (২২)। সে উপজেলার বুড়িঘাট ইউনিয়নের গোলসাছড়ি গ্রামের শান্তি লাল চাকমার ছেলে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে চেঙ্গি নদী থেকে নিখোঁজ হওয়া দীপু চাকমার লাশ উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ সুজন হালদার জানিয়েছেন,অনেক খোঁজাখুজির পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা দীপু চাকমা (২২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছি।
অপরদিকে, জেলার লংগদু উপজেলাধীন ভাসাইন্যাআদম ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় বুধবার বিকেলে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আঘাতে নৌকা থেকে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে তলিয়ে যায় স্থানীয় জেলে মোঃ আনোয়ার হোসেন(৩৪)।
পরবর্তীতে স্থানীয়রা অক্সিজেনের মাধ্যমে হ্রদের পানিতে তল্লাসী চালিয়ে বুধবার দিবাগত নয়টার সময় জেলে আনোয়ারের মরদেহ উদ্ধার করে। আনোয়ার ৫নং ভাসান্যাআদম ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বড়মাঠ, দক্ষিণ আমতলী পাড়ার বাসিন্দা বলে জানাগেছে।
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেছেন, এ দেশের তারুণ্য ও ছাত্রসমাজ বারে বারে প্রমা...বিস্তারিত
কামরুল ইসলাম ফয়সাল : রাঙ্গামাটি পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালি বড় দুইটা সম্প্রদায়ের বসবাস। সাংবিধানিক যে প্রতিষ্...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শারিরীক শিক্ষা বিভাগের আয়োজ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হাতে শহীদ হওয়া কাশেমের আত্মার মাগফিরাত কামনা, ফ্যাসিস্ট আওয়ামী ল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2025 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited