বন্যার পানিতে ডুবে নষ্ট বান্দরবানের পৌর পানি সরবরাহ কেন্দ্রের যন্ত্রাংশ, বিশুদ্ধ পানির তীব্র সংকট


নিজস্ব প্রতিবেদক    |    ১০:০৩ পিএম, ২০২৩-০৮-১১

বন্যার পানিতে ডুবে নষ্ট বান্দরবানের পৌর পানি সরবরাহ কেন্দ্রের যন্ত্রাংশ, বিশুদ্ধ পানির তীব্র সংকট

টানা বৃষ্টির কারণে পাহাড়ী ঢল নেমে আসায় সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে বান্দরবানে বন্যা হয়েছে। আর এই বন্যায় পানিতে প্লাবিত হয়ে জেলার পৌর পানি সরবরাহ কেন্দ্রের বেশিরভাগ যন্ত্রপাতি নষ্ট হওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। আর পৌর পানি সরবরাহ বন্ধ থাকায় বিপাকে পড়েছে জেলার সাধারণ জনগণ।  পার্বত্য জেলা বান্দরবান। বছরের পুরোটা সময়ই জেলায় বয়ে যাওয়া একমাত্র সাংগু নদী থেকে পানি উত্তোলন করে পরিশোধন শেষে স্থানীয় বাসিন্দাদের সরবারহ করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। 
তবে গত এক সপ্তাহ যাবত বান্দরবানে টানা বৃষ্টির কারণে সাংগু নদীর পানি বৃদ্ধি পেয়ে পৌর পানি সরবরাহ কেন্দ্র প্লাবিত হয়ে নষ্ট হয়ে যায় অসংখ্য ফিটকারী, ব্লিচিং পাউডারসহ বিভিন্ন উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটর ও যন্ত্রাংশ। এদিকে বন্যার কারণে ৪দিন (৭ আগস্ট থেকে) টানা বিদ্যুত বন্ধ আর সেই সাথে পৌর পানি সরবরাহ বন্ধ থাকায় বিশুদ্ধ পানির জন্য হাহাকার করছে স্থানীয় বাসিন্দারা।
৪নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা মো.আসিফ আকবর বলেন, বান্দরবানে কয়েকদিন ধরে পানি নেই, বৃষ্টি আর বৃষ্টি আমরা বিশুদ্ধ পানির জন্য অনেক কষ্ট পাচ্ছি।
মেম্বার পাড়া এলাকার বাসিন্দা জোহরা বেগম বলেন, বান্দরবানে কয়েকদিন টানা বর্ষণে এমনিতে জীবন মরন সমস্যা আর তার উপরে পৌর এলাকায় লাইনে পানি সরবরাহ বন্ধ। আমাদের পানির কষ্টে দিনযাপন করতে হচ্ছে।
এদিকে বন্যার পানি কিছুটা কমতে শুরু করার পরপরই জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর কর্মকর্তা ও পার্বত্য জেলা পরিষদের আহ্বায়ক (কনভেনর) পৌর পানি সরবরাহ কেন্দ্র পরিদর্শন করেছে এবং বিদ্যুত ব্যবস্থা সচল হওয়ায় সাথে সাথে বিভিন্ন উচ্চ ক্ষমতা সম্পন্ন মোটর ও যন্ত্রাংশ পরীক্ষা করে করে দ্রুত সময়ে মেরামত করে আবার পৌর বাসিন্দাদের স্বাভাবিক নিয়মে পানি সরবরাহ করার আশ^াস প্রদান করে ।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, বান্দরবান এর নির্বাহী প্রকৌশলী অনুপম দে জানান, এবারের বন্যায় পৌর পানি সরবরাহ কেন্দ্রে পানি বিশুদ্ধকরণের জন্য মজুদকৃত প্রায় ৬ টন ফিটকারী, ২টন ব্লিচিং পাউডার এবং ৩টি উচ্চ ক্ষমতাসম্পন্ন মোটর এবং বিভিন্ন মেশিনারী যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে আর ক্ষয়ক্ষতির হিসেবে প্রায় যা ৬০লক্ষ টাকা। 
পার্বত্য জেলা পরিষদ এর সদস্য এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আহবায়ক মোজাম্মেল হক বাহাদুর জানান, এবারের বন্যায় পৌর পানি সরবরাহ কেন্দ্রে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা সচল হলে সব পরীক্ষা করে আমরা দ্রুত সময়ে আবার পৌর এলাকায় পানি সরবরাহ শুরু করবো।