বান্দরবানে বন্যার পরিস্থিতি উন্নতির দিকে, চট্টগ্রাম ও কক্সবাজার সড়ক যোগাযোগ চালু


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:০০ পিএম, ২০২৩-০৮-১০

বান্দরবানে বন্যার পরিস্থিতি উন্নতির দিকে, চট্টগ্রাম ও কক্সবাজার সড়ক  যোগাযোগ চালু

বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানের নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে। এতে সড়কের ওপর থেকে পানি নেমে যাওয়ায় বান্দরবানের সাথে চট্টগ্রাম ও কক্সবাজারের সড়ক যোগাযোগ চালু হয়েছে। তবে বাস চলাচল এখনো বন্ধ রয়েছে। সাঙ্গু, মাতামুহুরী ও বাকখালী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি নেমে যাওয়ায় বন্যা দুর্গতদের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। কাদা পানিতে সয়লাব হয়েছে নিম্নাঞ্চলগুলো। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সঙ্কট। আশ্রয়কেন্দ্রগুলো থেকে এখনো বন্যার্তরা ঘরে ফিরে যেতে পারেনি। সেখানে জেলা প্রশাসন, পৌরসভা, জেলা পরিষদ ও সেনাবাহিনীর পক্ষ থেকে বিশুদ্ধ পানি ও খাবার সহায়তা দেয়া হচ্ছে।
এদিকে, বান্দরবানের সাথে রুমা ও থানচি উপজেলার সড়ক যোগাযোগ এখনো বন্ধ রয়েছে। চালু হয়েছে লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও রোয়াংছড়ি উপজেলারা সড়ক যোগাযোগ। বিদ্যুৎ উপকেন্দ্র ও সঞ্চালন লাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় প্রায় পাঁচ দিন ধরে বান্দরবান শহরে বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ ব্যবস্থা চালু করতে বিদ্যুৎ বিভাগের প্রকৌশলীরা কাজ করে যাচ্ছে।
জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানিয়েছেন, গত এক সপ্তাহে বান্দরবানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে আটজন নিহত ও ২৪ জন আহত হয়েছে। ইতোমধ্যে ১৬৮ টন খাদ্যশস্য বন্যার্তদের মাঝে সহায়তা দেয়া হয়েছে। সেনাবাহিনী, বিজিবি, জেলা প্রশাসনসহ বিভিন্ন সংস্থা বন্যার্তদের জন্য বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।