বিলাইছড়ি প্রতিনিধি | ১১:১১ এএম, ২০২১-১২-১৪
বিলাইছড়িতে পাহাড়ের মানুষের কল্যাণে ও পিছিয়ে পড়া মানুষের মুখে হাসী ফোটাতে সেনাবাহিনীর উদ্যোগে ব্যতিক্রমি ১ টাকার ভাসমান বাজার চালু করা হয়েছে।
রাঙ্গামাটি রিজিয়ন ও সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এবং বিলাইছড়ি সেনা জোন ৬ বীর-এর পরিচালনায় উপজেলা স্টোডিয়াম দীঘলছড়িতে ভাসমান এই ১ টাকার বাজার চালু করা হয়।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাসমান বাজার উদ্ধোধন করেন, বিলাইছড়ি জোনের জোনাল স্টাফ অফিসার বিএ-৮৪১৩ মেজর রাজু আহমেদ, উপ-অধিনায়ক বিলাইছড়ি জোন। এসময় আরো উপস্থিত ছিলেন, সেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী পরিষদের সদস্য জামাল উদ্দিন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ক্যাপ্টেন মাহির আশহাব আমিন ও ক্যাপ্টেন বিপুল কুমার সাহা, ১নং বিলাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও ২নং কেংড়াছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রামাচরণ মার্মা (রাসেল), উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চথোয়াই মার্মা এবং স্ব স্ব ওয়ার্ডের মহিলা মেম্বার ও ওয়ার্ড মেম্বারগণ।
নিত্য পণ্যের মধ্যে ছিলো-আটা, চাল, তৈল, ডালসহ বিভিন্ন নিত্যপণ্যে মাত্র ১ টাকা দিয়ে ক্রেতারা কিনেছেন এবং শাড়ি, লুঙ্গি, থামি, চপলসহ ১১ প্রকার জিনিস বিনামূল্যে নিজের ইচ্ছে মত বেছে নিয়েছেন বিলাইছড়ি এলাকার বিভিন্ন প্রান্তের খেটে খাওয়া পাহাড়ি-বাঙালী সাধারণ মানুষ। আর এসময় তারা এই ১টাকার বাজারে গিয়ে বিভিন্ন পন্যসামগ্রী কিনতে পারে আনন্দে হাসতে হাসতে যার যার ফিরে ফিরে গেছেন। আর ব্যতিক্রমধর্মী ১টাকার হাটবাজার বসানোর কারণে পার্বত্য দূর্গম এলাকায় এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা।
এসময় বিলাইছড়ির বিভিন্ন এলাকা থেকে মোট ২০০ সুবিধা বঞ্চিত ও পিছিয়ে পড়া হতদরিদ্র পরিবার মাঝে এ সুবিধা দেওয়া হয়।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই বনবিভাগের আওতাধীন কামিলাছড়ি বিট এলাকায় দখল হওয়া প্রায় ৫ একর সরকারি বনবিভাগের জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য এলাকায় যে উন্নয়নের ধারা বয়ে চলেছে সেটি আগামীতেও আরো উন্নতি হতে হলে শেখ হাসিনা ছাড়া কোন বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য বান্দরবানে কএনএফ সন্ত্রাসীদের হাতে দুই ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। অপহৃতদের মধ্যে এক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশের উন্নয়নের জন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম তুইচুই মৌজার লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পর্যটন জেলা বান্দরবান পৌরসভায় বসবাস করছে অসংখ্য মানুষ। তবে পর্যটন শহর হলেও ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited