১২টি ক্লাবে ৪৮০ জন কিশোরী সদস্য নিয়ে কাজ করে যাচ্ছে প্রোগ্রেসিভ


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৪:৪৪ পিএম, ২০২১-০৯-০৮

১২টি ক্লাবে ৪৮০ জন কিশোরী সদস্য নিয়ে কাজ করে যাচ্ছে প্রোগ্রেসিভ

দূর্গম জুরাছড়ি উপজেলায় ১নং জুরাছড়ি ও ২ নং বনযোগীছড়া ইউনিয়নে ১২ টি গালর্স ক্লাব নিয়ে ৪৮০ জন কিশোরী নিয়ে কাজ করে যাচ্ছে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ।

এসব কার্যক্রমে সিমাবী এবং নেদারল্যান্ড বিএনএস এর কারিগরী সহযোগীতায় ইউরোপিয়ন ইউনিয়ন অর্থায়নে এসব কার্যক্রম করে যাচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ।

আজ ৮ সেপ্টেম্বর ২০২১ বুধবার ১ নং জুরাছড়ি ইউনিয়নে ডেবাছড়া গ্রামে গালর্স ক্লাবে কিশোরী লিডারদের নিয়ে মাসিক সেশন অনুষ্ঠানে গিয়ে তাদের কার্যক্রম উপস্থাপন করেন প্রোগ্রাম ও ট্রেনিং অফিসার এন্টিনা চাকমা।

এতে তিনি কিশোরীদের বয়ঃসন্ধিকালিন সময়ে কিকি করণীয় রয়েছে সেবিষয় সমূহ নিয়ে আলোকপাঠ করেন। এন্টিনা চাকমা ক্লাবের লিডারদের উদ্দেশ্য করে বলেন,বয়ঃসন্ধিকালে মেয়েদের শারিরীক কিভাবে পরিবর্তন ঘটায় এবিষয়ে প্রতিনিয়ত কিশোরীদের পরামর্শ মূলক সেবা প্রদানের লক্ষ্যে কাজ করার জন্য অনুরোধ করেন।