লক্ষীছড়িতে সেনা উদ্যোগে অসহায়দের মাঝে জনকল‍্যানমূলক সহায়তা প্রদান


নিজস্ব প্রতিবেদক    |    ১০:৪৫ পিএম, ২০২৪-০৪-০৪

লক্ষীছড়িতে সেনা উদ্যোগে অসহায়দের মাঝে জনকল‍্যানমূলক সহায়তা প্রদান

পার্বত্য জেলা খাগড়াছড়িতে স্থিতিশীলতা এবং শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অন্তর্গত লক্ষীছড়ি জোন নিয়মিতভাবে বিভিন্ন সেবামূলক এবং জনকল্যাণমূলক কার্যক্রমের ধারা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ এপ্রিল ২০২৪ তারিখে লক্ষীছড়ি জোনের উদ্যোগে স্থানীয় অসহায় ও হত দরিদ্র পরিবারের মাঝে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে লক্ষীছড়ি জোন, ইন্দ্রসিংপাড়া, বার্মাছড়ি, দুল্যাতলী, বাইন্যাছড়া ক্যাম্পের আওতাধীন এলাকার দরিদ্র জনসাধারণের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করা হয়। 

লক্ষ্মীছড়ি উপজেলার বসবাসরত দুঃস্থ ও হতদরিদ্র জনসাধারণ বিশেষত দুর্গম এলাকাসমূহের জনগন সেনাবাহিনীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে লক্ষীছড়ি জোনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মানবিক সহায়তা কর্মসূচী শেষে লক্ষীছড়ি জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল এ এইচ এম জুবায়ের, পিএসসি, জি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশে আছে এবং আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।