রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের বিস্তারিত


আলমগীর মানিক    |    ১১:৩৩ পিএম, ২০২৪-০২-২৯

রাঙ্গামাটিতে সড়ক দুর্ঘটনায় হতাহতদের বিস্তারিত

আলমগীর মানিক

রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়ার বগাপাড়া এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে মিনি ট্রাক খাদে পড়ে ঘটনাস্থলে ২ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সোয়া আটটার সময় এ ঘটনা ঘটে। নিহত ও আহতরা সবাই নির্মান শ্রমিক বলে জানা যায়। নিহত ও আহত নির্মান শ্রমিকদের তাৎক্ষনিক পরিচয় পাওয়া যায়নি। নিহত দুজন হলেন আরিফ ও সাব্বির। তারা দু'জনের বাসা রিজার্ভ বাজারের ২নং পাথরঘাটা এলাকায়। 

কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজিব চন্দ্র কর ঘটনার সত্যতা স্বীকার করেছেন। 
সংশ্লিষ্ট সুত্র জানায় বৃহস্পতিবার(২৯ ফেব্রæয়ারী) সকালে রাঙ্গামাটি শহর থেকে একদল নির্মান শ্রমিক কাপ্তাই উপজেলায় ডালাইর কাজে যায়।

 সেখানে কাজ শেষ করে ডালাইয়ের কাজের ব্যবহৃত মিক্র্যার মেশিনসহ মিনি ট্রাক (গাজীপুর ন-১১-০২১০) যোগে প্রায় রাঙ্গামাটিতে ফেরার পথে ঘাগড়া এলাকার বগাপাড়ার ব্রীজে উঠার সময় ডালাইর মেশিনসহ মিনিট্রাক প্রায় একশ ফুট খাদে পড়ে যায়।

 এতে ঘটনাস্থলেই ২জন নিহত হয় এবং ২৭ জন আহত হয়। 
দূর্ঘটনার খরব পেয়ে স্থানীয় এলাকাবাসী, ঘাগড়া আর্মী ক্যাম্পের সেনাবাহিনী, কাউখালী থানা পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে প্রেরন করে। 


রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ শওকত আকবর খান জানিয়েছেন, আহত সর্বমোট ২৭ জনকে হাসপাতালে আনা হয়। আহতরা হলো-১/মো: সাদেক মিয়া (২৮)২ / এনামুল ৩/ হানিফ (২০)৪/ জুলাস মিয়া(৩২)৫/ মো: আসাদুল (২৪)৬/ বাবু (১৮)৭/তারেক (১৭)৮/ মারুফ (১৮)৯/ জুয়েল ৩০)১০/ রতন (৪০)১১/ মুতাব্বির (১৬)১২/শেমল  (৫০)১৩ / আসিফ (২৭)১৪/রাসেদ (৩৫)১৫/সাহনুর (৩৫)১৬/ হারুনুর রশিদ (৫৫)১৭/শুভ (১৭)১৮ / রুবেল (২২)১৯/ মঞ্জুর২০/ দুলাল ২১/জয়নাল২২/পরস২৩/ ছানবীর(১৮)২৪/ সৌরভ দাস২৫/ সৈকত ২৬/ পলাশ ও২৭/ মো: কর্নেল।

ডাঃ শওকত আকবর খান জানান, গুরুতর আহত ৯ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম রেফার করা হয়েছে।

১৭ জনকে জেনারেল হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বাকি একজনকে বহিঃবিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে।