ফুটপাত দখল করে সাইনবোর্ডঃ দেখার কেউ নেই!


ইকবাল হোসেন    |    ১১:৫০ পিএম, ২০২০-১০-০১

ফুটপাত দখল করে সাইনবোর্ডঃ দেখার কেউ নেই!

রাঙামাটি শহরের পৌরসভা এলাকায় অবস্থিত হোটেল সুফিয়া ৩ বছর যাবৎ ফুটপাতের জায়গা দখল করে সাইনবোর্ড স্থাপন করে রেখেছে। যার ফলে উক্ত এলাকায় বসবাসরত জনসাধারণের দূর্ভোগ চরম আকার ধারণ করেছে।

রাস্তার এই স্থানটিতে ঝুঁকিপূর্ণ বাঁক থাকায় পথচারীদের জন্য ফুটপাত ব্যবহার গুরুত্বপূর্ণ। কিন্তু হোটেল সুফিয়া তাদের সাইনবোর্ডটি ফুটপাতের সম্মুখভাগ দখল করে বসানোয় জনসাধারণ বাধ্য হয়ে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মূল রাস্তায় চলাচল করছে।

এবিষয়ে রাঙামাটি পৌরসভার বিশ্বস্ত একটি সূত্র থেকে জানা যায়, বেশ কয়েকবার তাদেরকে সাইনবোর্ডটি সরিয়ে ফেলতে বলা হলেও তারা এটা সড়াচ্ছে না। অতিশীঘ্রই এই সাইনবোর্ডটির বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সূত্রটি। বিষয়টি নিয়ে হোটেল সুফিয়ার ম্যানেজারের নাম্বারে ফোন করা হলে তিনি কল রিসিভ করেননি।