জুরাছড়িতে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ 


স্মৃতিবিন্দু চাকমা    |    ০৫:৩৪ পিএম, ২০২৪-০৩-২৫

জুরাছড়িতে দরিদ্র জেলেদের মাঝে ছাগল বিতরণ 

পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় জুরাছড়ি উপজেলায়   দরিদ্র জেলেদের বিকল্প আয়বর্ধক মূলক হিসেবে প্রতিজনকে চারটি করে ছাগল বিতরণ করা হয়।

২৫ মার্চ সোমবার  ছাগল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস আলপনা চাকমা,  সদর ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, উপজেলা মৎস্য অফিসার মৃনাল কান্তি চাকমা, বেসরকারি এনজিও সংস্থা প্রোগ্রেসিভ উপজেলা সমন্বয়কারী অহিংস চাকমা প্রমূখ।

মৃনাল কান্তি চাকমা দরিদ্র জেলেদের উদ্দেশ্য করে বলেন, বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্য যেভাবে উন্নয়ন করে যাচ্ছে। সুতরাং  দরিদ্র জেলেদের পিছিয়ে রেখে কখনো স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়, তাই  দরিদ্র জেলেরা মাছ শিকারের পাশাপাশি গবাদি পশু, ছাগল লালন পালন করে  আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সে লক্ষে এসব ছাগল বিতরণ করা হচ্ছে। 

জুরাছড়ি উপজেলায় মোট ৫০৭ জন  জেলে তালিকাভুক্ত রয়েছে  পর্যায় ক্রমে  অবশিষ্ট জেলেরাও এ সুবিধার আওতায় আসবে।