রাঙামাটিতে দূর্ঘটনায় নিহত যুবককে নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক উষ্কানি  


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩৬ এএম, ২০২৪-০৩-১৭

রাঙামাটিতে দূর্ঘটনায় নিহত যুবককে নিয়ে ফেসবুকে সাম্প্রদায়িক উষ্কানি  

সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে নানিয়ারচরে এক মোটর সাইকেল চালক নিহতের ঘটনা ঘটেছে। নিহত জিকন চাকমা (৩০) উপজেলার ২নং নানিয়ারচর ইউনিয়নের ব্যাঙমারা খোলা এলাকার নিরঞ্জয় চাকমার ছেলে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকালে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের বগাছড়ি রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে। 

জানা যায়, ঘটনার সাথে সাথেই স্থানীয়রা আহত জিকন চাকমাকে নানিয়ারচর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে রাঙামাটি সদর হাসপাতালে রেফার্ড করা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

স্থানীয় সিএনজি চালক আল আমিন জানায়, ভাড়ায় যাওয়ার জন্য আমি বগাছড়ি রাস্তার মাথায় অবস্থান করছিলাম। এমতাবস্থায় কয়েকজন শ্রমিক আমাকে জানায়, দুর্ঘটনায় আহত হয়ে একজন মোটর সাইকেল চালক সড়কের পাশে পড়ে আছে তাকে হাসপাতালে নিতে হবে। সাথে সাথেই আমি সেখানে ছুটে যাই এবং তাকে নানিয়ারচর সদর হাসপাতালে পৌঁছে দেই। 

এ বিষয়ে নিহত জিকন চাকমার চাচী মনিষা চাকমা জানায়, প্রতিদিনের ন্যায় জিকন মোটর সাইকেল ভাড়া মারতে বের হয়। সন্ধ্যায় জানতে পারি জিকন আর বেঁচে নেই। অত্যন্ত ভদ্র এবং অমায়িক ছেলে ছিল জিকন। ৩বছরের একটি পুত্র সন্তান রেখে ইহধাম ত্যাগ করেছে বলেও জানান তার চাচী। 

এবিষয়ে বুড়িঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য মালেক জানায়, নিহত জিকন কিভাবে দুর্ঘটনার স্বীকার হয়েছে সঠিকভাবে জানা যায়নি। হঠাৎ দুর্ঘটনার আওয়াজ শুনে স্থানীয়রা দৌড়ে আসে। আহতবস্থায় জিকন চাকমাকে সড়কের পাশে পড়ে থাকতে দেখে তারা।

ঐসময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিলো। ধারনা করা হচ্ছে জিকন চাকমা দ্রুত গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন। ঐ স্থানে হঠাৎ বাঁক থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার স্বীকার হয় সে। পরে স্থানীয়রা মিলে তাকে হাসপাতালে প্রেরন করে। 

এদিকে নানিয়ারচর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, বৃহস্পতিবার বিকেলে সড়ক দুর্ঘটনায় জিকন চাকমা নামে এক যুবক আহত হবার খবর পেয়েছি। খবর পেয়েই আমরা আহতের খোঁজ খবর নিয়েছি। নানিয়ারচর স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সদর হাসপাতালে পৌছার পূর্বেই সে মারা গেছেন বলে আমরা জেনেছি। এসময় মোটর সাইকেল চালকদের আরো সতর্ক হয়ে যাত্রী পরিবহণ করারও পরামর্শ দেন তিনি। 

নিহত জিকন চাকমাকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গুঞ্জন উঠেছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা জেনেছি মূলত এটা একটা সড়ক দুর্ঘটনা। নিহতের পরিবার আমাদের কে এমনটাই জানিয়েছেন। এটা সড়ক দুর্ঘটনা এবং কারো প্রতি কোন অভিযোগ নেই এই মর্মে স্বীকারোক্তি দিয়েছে তার পরিবার। পরে আইনগতভাবে আমরা লাশ হস্তান্তর করেছি। তবে কেউ হয়ত ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।