বান্দরবানে পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করলেন আইজিপি


নুরুল কবির    |    ০৪:৩৬ পিএম, ২০২০-১১-১১

বান্দরবানে পুলিশ অফিসার্স মেস উদ্বোধন করলেন আইজিপি

বাংলাদেশের সীমানা বা রাষ্ট্রের কোথাও সন্ত্রাসী বা রাষ্ট্রবিরোধী কার্যক্রম মেনে নেওয়া হবে না। পার্বত্য চট্টগ্রামে বিরাজমান সব ঘটনা সরকারের দৃষ্টিতে রয়েছে। সাম্প্রতিক সময়ে পাহাড়ে হানাহানি, খুন নৈরাজ্যের বিষয়ে পুলিশের অবস্থান কি প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজির আহমেদ বিপিএম (বার)। 
তিনি আরো বলেছেন- প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি। গত কয়েক বছর ধরে পুলিশে অনেক পরিবর্তন এসেছে। আগামী দিনগুলোতে জনকল্যানে, দেশের শান্তি ও শৃংখলা নিশ্চিত করার জন্য সরকারের যে সমস্থ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন পর্যায়ক্রমে তা করা হবে। 
বুধবার (১১নভেম্বর) বেলা ১২টায় বান্দরবান পৌর শহরের পুলিশ অফিসার্স মেস উদ্ভোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজির আহমেদ।
বান্দরবান গণপূর্ত বিভাগের ৪কোটি ২৬লক্ষ টাকা ব্যয়ে ৬ তলা বিশিষ্ট নব-নির্মীত অফিসার্স মেস উদ্বোধন অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন,বান্দরবান পুলিশ সুপার জেরিন আখতার, গণপূর্ত বিভাগের অতিরিক্ত দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদসহ পুলিশের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ। উদ্ধোধন শেষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড.বেনজির আহমেদ বিপিএম (বার) চিম্বুক পাহাড়ের পর্যটন কেন্দ্র সাইরুতে রাত্রি যাপন করেন ।