দ্রব্যমূল্যের রাশ টেনে ধরতে রাঙামাটিতে মাসজুড়ে বাজারে থাকবে প্রশাসন


আলমগীর মানিক    |    ০৩:৫৩ এএম, ২০২৪-০৩-১৩

দ্রব্যমূল্যের রাশ টেনে ধরতে রাঙামাটিতে মাসজুড়ে বাজারে থাকবে প্রশাসন

রমজান হলো রহমতের মাস, এই মাসকে কেন্দ্র করে অসংখ্য নাজ নিয়ামত হাসিলের মহান পয়গামে উদ্বুদ্ধ হয় মুসলীম সমাজ। কিন্তু দু:খের বিষয় হলো বিশ্বজুড়ে এই চর্চার বিপরীতে রমজান ঘিরে আমাদের দেশে কসাই রূপ ধারণ করে ব্যবসায়ীরা।

তারা সারা বছরের আয় রমজানেই পুষিয়ে নেওয়ার ঘৃন্য কৌশল গ্রহণ করে জনসাধারণের নাভিশ্বাস তুলে দেন। এ বছর পবিত্র মাহে রমজান সামনে রেখে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য নানা উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলাপ্রশাসন। 

সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক সমন্বয় সভা। সেখানে বাজার মূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বিস্তরিত আলোচনা করেন কর্মকর্তারা। সভায় দ্রবমূল্য যৌক্তি ও সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী নেতৃবৃন্দের সহযোগীতা কমানা করেন ডিসি।

সিদ্ধান্ত হয় যে, রমজানে প্রতিদিন বাজার পরিদর্শন করবে জেলাপ্রশাসনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। সেখানে দ্রবমূল্যের যৌক্তিকতা যাচাইয়ের পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে খাবারের মান যাচাই করা হবে। নিয়মিত সংগ্রহ করা হবে নমুনা। কারো কোনো গাফলতি বা অসাধুতা প্রমাণের সাথে সাথে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পাশাপাশি ব্যবসায়ীদের উৎসাহিত করতে ন্যায্যমূল্য ও মান যাচাইয়ের ভিত্তিতে রাঙামাটি শহরের তিনটি বাজার বনরূপা, তবলছড়ি রিজার্ভ বাজারের তিনজন ব্যবসায়ীকে সেরা ব্যবসায়ী হিসেবে পুরস্কৃত করা হবে। 

এদিকে বাজার মনিটরিংয়ে মোবাইল কোর্টের পাশাপাশি গোয়েন্দা কর্মকর্তারাও নিয়মিতভাবে প্রকাশ্যে অপ্রকাশ্যে বাজার পরিদর্শন করবেন। সভায় রমজানে দিনের বেলা হোটেল রেঁস্তোরা খোলা রাখার বিষয়ে যথাযথ নিয়ম পালন এবং পর্দার ব্যবস্থা নিশ্চিত করতে নেতৃবৃন্দকে নির্দেশ প্রদান করা হয়। ভেজাল পণ্য ও রং মিশ্রিত খাবার পাওয়া গেলেই নেওয়া হবে ব্যবস্থা।

জেলাপ্রশাসক মোহাম্মদ মোর্শারফ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় অন্যান্যে মধ্যে উপস্তিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওজ রাজু, রাঙামাটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, ব্যবসায়ী নেতা মনিরুজ্জামান মহসিন রানা, মোঃ আবু ছৈয়দ, হেলাল উদ্দীন, আবু নাছের বিপ্লব প্রমুখ।