রমজানে নিত্য পণ্যের বাজার সহনীয় রাখতে বাঘাইছড়িতে মোবাইল কোট


নিজস্ব প্রতিবেদক    |    ০৩:১৭ এএম, ২০২৪-০৩-১৩

রমজানে নিত্য পণ্যের বাজার সহনীয় রাখতে বাঘাইছড়িতে মোবাইল কোট

পবিত্র মাহে রমজানে খেজুর ছোলা ও নিত্যপন্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে রাঙ্গামাটির বাঘাইছড়িতে মোবাইল কোট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার দুপুরে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার ও সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মাহ্ফুজুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এসময় উপজেলা মসজিদ মার্কেট, উপজেলা পরিষদ মার্কেট ও চৌমুহনী মার্কেটে অভিযান চালিয়ে নৃত্যপন্যের মূল্য তালিকা না থাকায় এবং নোংরা পরিবেশের জন্য তিন দোকানীকে ২৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বেশকিছু দোকানীকে সতর্ক করেন এবং ইফতারের বাজার ঘুরে দেখেন। এসময় বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহম্মেদ উপস্থিত ছিলেন।