পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে বান্দরবানে নিহত-২


নিজস্ব প্রতিবেদক    |    ০৫:২৩ পিএম, ২০২৪-০১-২০

পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে বান্দরবানে নিহত-২

বান্দরবানের রুমার বগালেক সড়কে চাঁদের গাড়ি খাদে পড়ে দুই পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ পর্যটক। শনিবার (২০ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় কেওক্রাডং থেকে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত পর্যটকরা হলেন- ফিরোজা খাতুন (৫০) ও জয়নব (২৪)। তারা ঢাকার বাসিন্দা বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহাবুবুল হক।

তিনি বলেন, ‘পর্যটকবাহী একটি চাঁদের গাড়ি কেওক্রাডং থেকে বগালেক ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে দুই পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত ও আহতদের উদ্ধার করে রুমা সদরে নেয়া হয়েছে।’

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকা থেকে বেড়াতে আসা ৫০ জনের একটি গ্রুপ ৪টি চাঁদের গাড়ি নিয়ে শুক্রবার রুমার কেওক্রাডং ভ্রমণে যায়। সেখানে রাত্রি যাপন শেষে শনিবার সকালে বগালেক ফেরার পথে দার্জিলিং পাড়া এলাকায় পৌঁছালে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই মারা যান ফিরোজা খাতুন ও জয়নব নামে দুই পর্যটক। আহত হন আরও ১০ পর্যটক। ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনীর সদস্যরা নিহত ও আহতদের উদ্ধার করে রুমা হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুত্বর বলেও জানা গেছে।