খাগড়াছড়ির আলুটিলা পর্যটনে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন


নিজস্ব প্রতিবেদক    |    ০৮:২৫ পিএম, ২০২৩-০৭-০৭

খাগড়াছড়ির আলুটিলা পর্যটনে নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে জেলা প্রশাসন

খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান বলেছেন, পার্বত্য জেলা খাগড়াছড়িকে পর্যটক বান্ধব, পর্যটন এলাকায় সৌন্দর্য্য বৃদ্ধি ও প্রকৃতি নির্ভর পর্যটন নগরী করার লক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন রকম পরিকল্পনা ও কর্মসূচী হাতে নিয়েছি। এতে অন্যান্য প্রতিষ্ঠানও সমন্নয় করে কাজ করে যাচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের জন্য সুপেয় পানির ব্যবস্থা করা হচ্ছে। পর্যটকদের জন্য স্বাস্থ্য সম্মত ওয়াসব্লক নির্মানেও পরিকল্পনা আছে। বিশ্রামের জন্য একটি রেস্ট হাউজ তৈরির প্রক্রিয়া চলমান রয়েছে। যা আগামী কয়েক মাসের মধ্যেই সচল হবে। বৃহস্পতিবার (৬জুলাই) বিকেল ৪টায় খাগড়াছড়ির আলুটিলা পর্যটনের নান্দনিক সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে আলুটিলা পর্যটন কেন্দ্রের পাহাড়ের ঢালুতে ১টি বাগান বিলাসের চারা রোপন ও চারা বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরও বলেন- পাখিদের অভয়ারন্য এলাকা নির্মানে ও পাখি বসবাসে বাসা তৈরিতেও কাজ করা হবে। খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় জেলা প্রশাসনের প্রায় ১৪০ একর ভূমি রয়েছে। যেখানে খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষ রোপন করে প্রকৃতি রক্ষায় কাজ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন- খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: হুমায়ন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, খাগড়াছড়ি বন বিভাগের সহকারি বন সংরক্ষক মো: শহিদুল হাওলাদার, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ্ আল-ইমরান, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সেলিম উদ্দিন, বন বিভাগের খাগড়াছড়ি সদর রেঞ্জ কর্মকর্তা বাবুরাম চাকমা সহ বন বিভাগের বিভিন্ন পদস্থ কর্মকর্তা, প্রিন্ট-ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মীরা।