জুরাছড়ি জোন কর্তৃক রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান


নিজস্ব প্রতিবেদক    |    ১১:৩৯ পিএম, ২০২৩-০৩-৩০

জুরাছড়ি জোন কর্তৃক  রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

জুরাছড়ি জোনের আয়োজনে জোন কমান্ডার লেঃ কর্ণেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি এর নির্দেশনায় আজ ৩০ মার্চ ২০২৩ বৃহস্পতিবার বনযোগীছড়া ইউনিয়নে চটপটি - ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত এলাকার শিশু সহ ১৭২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন  ক্যাপ্টেন মোঃ সাদনান রহমান।

এতে রোগীদের ডায়াবেটিস হৃদরোগ হাঁপানি সহ রক্ত পরীক্ষা করা হয় এবং বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। 

চিকিৎসা সেবা প্রদান কালে উপস্থিত ছিলেন প্রথাগত হেডম্যান দীপায়ন দেওয়ান, কার্বারী চিত্তরঞ্জন চাকমা সহ সেনাবাহিনীর সদস্য বৃন্দ।

কয়েকজন রোগীদের থেকে জানতে চাইলে তারা বলেন, আমরা গরীব জনগণ তাই  সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে আমাদের  অত্যন্ত উপকৃত হয়েছে। ভবিষ্যতে ও  বাংলাদেশ সেনাবাহিনী  এমন কার্যক্রম অব্যাহত রাখবেন এমনটা তারা জানান।