লংগদুতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন


নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০২ পিএম, ২০২০-১০-১৯

লংগদুতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ৭ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন

পাহাড়ে শিক্ষা বিস্তারে বর্তমান সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয়ের মন্ত্রণালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

রাঙ্গামাটির লংগদু উপজেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ৭ কোটি টাকার বেশী টাকায় লংগদু সরকারি মডেল কলেজ, লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়, গুলশাখালী বর্ডার গার্ড মডেল কলেজ, এবং গুলশাখালী মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন কালে তিনি এ কথা বলেন।

লংগদু মডলে সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু সেনা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল মিরাজ হায়দার চৌধুরী, লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাইনুল আবেদীন, রাঙ্গামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন, রাঙ্গামাটি জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আসিফুর রহমান।