১৪০ টি পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি উপহার বিতরণ


নিজস্ব প্রতিবেদক    |    ০২:৩০ পিএম, ২০২২-১০-৩০

১৪০ টি পরিবারের মাঝে রামগড় ৪৩ বিজিবি উপহার বিতরণ

সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচি”র আওতায় দুস্থ,গরীব,পাহাড়ি-বাঙ্গালী ১৪০ টি পরিবারের মাঝে বিবাহে, চিকিৎসার জন্যে নগদ আর্থিক সহায়তা, সেলাই মেশিন,টিবি,ঢেউ টিন, টিউবয়েল,নতুন রিক্সসা ও ত্রান (খাদ্য) সামগ্রী বিতরণ করেন খাগড়াছড়ির রামগড় ৪৩ বিজিবি।

৩০ অক্টোবর (রবিবার)সকাল ৯টায় ৪৩ বিজিবি”র জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ হাফিজুর রহমান পিএসসি, উপস্থিত থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করেন, উপহার সামগ্রী বিতরণকালে জোন কমান্ডার জানান সীমান্ত সুরক্ষার পাশাপাশি রামগড় ৪৩ বিজিবি,জোন এলাকায় বিনামুল‍্যে চিকিৎসা সেবা,ঔষধ বিতরণ সহ বিভিন্ন সহায়তা প্রদানের কার্যক্রম চলমান রেখেছে,অতিতের ন‍্যায় আগামীতেও এসব মানবিক কাজ অব‍্যাহত থাকবে।

এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় ৪৩ বিজিবি”র সহকারী পরিচালক (এডি) রাজু আহমেদ সহ বিজিবি”র পদস্থ কর্মকর্তা সদস্য ও সাংবাদিক বৃন্দ।

উল্লেখিত সামগ্রী-সেলাই মেশিন ৫টা,টিন ৫ বান,বিবাহের সহায়তা ৫ জন, চিকিৎসা নগদ অর্থ প্রদান ৪২ জন,ত্রান (খাদ্য ) সামগ্রী ৪২ জন,টিউবয়েল ১টি, রিক্সা ১টি।