বৃহস্পতিবার থানচি সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রীঃ বন্ধ সকল পর্যটন স্পট


থানচি প্রতিনিধি    |    ০৬:৩৯ পিএম, ২০২০-১০-১৩

বৃহস্পতিবার থানচি সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রীঃ বন্ধ সকল পর্যটন স্পট

বান্দরবানের থানচি উপজেলায় মডেল থানচি থানার নব-নির্মিত বহুতল ভবন উদ্ভোধনের জন্য ১৫ই অক্টোবর বৃহস্পতিবার থানচি উপজেলা সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি। থানচিতে এটি তাঁর দ্বিতীয় সফর। এ ছাড়াও একইদিন পুলিশের সেবা উন্নয়নের হাইল্যান্ডরস পার্ক অ্যান্ড রিসোর্সের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্ভোধন করবেন তিনি। এই উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও আইনশৃংঙ্খলা বাহিনীর যৌথ ব্যবস্থাপনায় মন্ত্রীর আগমনের নিরাপত্তা বেষ্ঠনিসহ সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মন্ত্রীর আগমনের প্রস্তুতিতে জনগুরুত্বপূর্ণ স্থানগুলিতে গেইট, ব্যানার ফেস্টুন শোভা পাচ্ছে। 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এমপি থানচি উপজেলাকে একটি মডেল উপজেলায় পরিনত করার স্বপ্ন বাস্তবায়নে অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন। মন্ত্রীর শ্রমের মর্যাদায় এবং তাঁর নির্দেশে ২০১৮-২০ অর্থসালে প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগের আর্থায়নে থানচি উপজেলার একমাত্র থানার ৪র্থ তলা ভবন নির্মান কাজ সম্পূর্ণ হয়। 

থানচি থানা অফিসার ইনচার্জ মোঃ সাইফুর উদ্দিন আনোয়ার বলেন, স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি মহোদয় থানচি আগমনের লক্ষ্যে নিরাপত্তা বেষ্ঠনিসহ সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি'র থানচি সফর উপলক্ষ্যে আগামী ১৪,১৫,১৬ অক্টোবর ৩দিন পর্যন্ত থানচি উপজেলার সকল পর্যটন স্পট সমূহে পর্যটকদের ভ্রমনে নিষেধাজ্ঞা জারী করেছেন উপজেলা প্রশাসন। পর্যটন স্পটগুলির মধ্যে  
নাফাঁখুম,তাজিংডং, রাজার পাথর,বংড,সাতভাই খুম, বাঘের মুখ,রেমাক্রী খাল মুখ ও আন্দারমানিক মুখ নামক পর্যটন স্পট এ পর্যটকদের স্বাভাবিক ভ্রমনের উপর নিষেধাজ্ঞা ঘোষনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল হক মৃদুল। তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ঠ মন্ত্রনালয়ের ফিরে গেলে ১৭ ই অক্টোবর যথারীতি ভ্রমন করা যাবে।