রাঙামাটির শিশু পরিবারের শিশুদের মাঝে বিনামূল্যে দুগ্ধপান কর্মসূচি


নিজস্ব প্রতিবেদক    |    ০৯:৫০ পিএম, ২০২২-০৬-০৬

রাঙামাটির শিশু পরিবারের শিশুদের মাঝে বিনামূল্যে দুগ্ধপান কর্মসূচি

সোমবার (৬ জুন) সকালে জেলা সমাজসেবা আওতাধীন রাঙ্গামাটি শিশু পরিবার সভাকক্ষে ”পুষ্টি,পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নে টেকসই দুগ্ধ শিল্প” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাঙ্গামাটি ডেইরী ফারমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর আয়োজনে ১-৭ জুন ২০২২ইং বিনামূল্যে দুগ্ধপান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত  হয়েছে।

রাঙ্গামাটি ডেইরী ফারমার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড এর স্বত্ত্বাধিকারী মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের নির্বাহী কর্মকর্তা নূরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক।

প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান বলেন, খাদ্যাভাসের সাথে মেধাবী এবং উন্নত জাতি গঠনের একটি নিবিড় সর্ম্পক রয়েছে। খাদ্যের উপর নির্ভর করে একটি সুস্থ এবং সবল শিশু বেড়ে ওঠে।

তিনি বলেন, পুষ্টিহীন শিশুরা মেধাসম্পন্ন হয়ে গড়ে ওঠেনা, তারা মেধাহীন হয়, তখন তারা সমাজের জন্য দেশের  জন্য বিশেষ কোন অবদান রাখতে পারেনা। তাই তিনি সরকারের পাশাপাশি সমাজের সকলকে দুগ্ধ এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে মেধাবী জাতি গঠনে অংশ নেয়ার জন্য আহ্বান জানান।
পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ শিশু পরিবারের সকল শিশুদের বিনামূল্যে দুধ পান করান।