প্লাজমা ডোনেট করতে ঢাকায় যাচ্ছেন রাঙ্গামাটির ৫১ জন করোনাজয়ী পুলিশ সদস্য


নিজস্ব প্রতিবেদক    |    ০১:৩৫ এএম, ২০২০-০৯-২৫

প্লাজমা ডোনেট করতে ঢাকায় যাচ্ছেন রাঙ্গামাটির ৫১ জন করোনাজয়ী পুলিশ সদস্য

প্লাজমা ডোনেট করতে ঢাকাস্থ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের উদ্দেশ্য যাত্রা করেছেন রাঙ্গামাটি জেলার ৫১ জন করোনা জয়ী পুলিশ সদস্য। ২৪ সেপ্টেম্বর ২০২০ খ্রি. রাঙ্গামাটির পুলিশ সুপার আলমগীর কবীরের (পিপিএম- সেবা) অনুপ্রেরণায় রাঙ্গামাটি জেলার করোনা জয়ী ৫১ জন পুলিশ সদস্য ২টি বাস যোগে প্লাজমা ডোনেট করতে ঢাকার উদ্দেশ্য রওনা দেয়।

করোনা জয়ী পুলিশ সদস্যদেরকে ঢাকার উদ্দেশ্যে যাত্রাকালে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং বিদায় জানান রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) ছুফি উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাঈন উদ্দিন চৌধুরীসহ রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যবৃন্দ।

যাত্রাকালে করোনাজয়ী পুলিশ সদস্যরা নিজেদের প্লাজমা বাংলাদেশ পুলিশ প্লাজমা ব্যাংকে জমা দেওয়ার সুযোগ করে দেওয়ায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং মানুষের জীবন বাঁচাতে প্লাজমা দিয়ে মানব সেবায় অংশগ্রহন করতে পারবে বলে নিজেদেরকে ধন্য মনে করেন।