রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো রেড ক্রিসেন্ট


নিজস্ব প্রতিবেদক    |    ০৬:৩১ পিএম, ২০২০-০৯-১৩

রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো রেড ক্রিসেন্ট

১৩ সেপ্টেম্বর (রবিবার) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাঙ্গামাটি জেলার ১২ টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রসমূহে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি ইউনিটের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর ও পরিচ্ছন্নতা কর্মীদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। 

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য হাজী কামাল উদ্দীন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য হাজী মুছা মাতব্বর, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা এবং রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথি এবং সভাপতি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ টি উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও ষ্টাফদের সাথে আলাপের মাধ্যমে সংশ্লিষ্ট উপজেলার করোনা ভাইরাস পরিস্থিতি সম্পর্কে অবগত হন। প্রধান অতিথি বলেন, যদিও দেশে করোনা ভাইরাস কিছুটা নিম্নগামী এরপরেও সার্বিক অর্থে আমরা নিরাপদ নই। তাই স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে চলতে তিনি সকলকে পরামর্শ দেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সদিচ্ছায় রাঙ্গামাটিতে pcr ল্যাব স্থাপিত হয়েছে এবং এলাকার জনগণ তাৎক্ষণিকভাবে এর সুফল ভোগ করছে। তিনি এজন্যে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। 

বিদ্যুৎ সমস্যার কারণে বরকল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়ার অসুবিধার কথা জানানো হলে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি জেনারেটর দেওয়ার আশ্বাস দেন। 

প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপির উপস্থিতিতে সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসার নিকট চিকিৎসা সামগ্রী হস্তান্তর করা হয়।