মাস্ক না পড়লে গুণতে হবে জরিমানা !


শহিদুল ইসলাম হৃদয়    |    ০৪:৩৮ পিএম, ২০২০-১২-০৪

মাস্ক না পড়লে গুণতে হবে জরিমানা !

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ চলছে বাংলাদেশে। দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকেই সরকারি নির্দেশনা মতে পার্বত্যবাসীদের এই ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে জেলা প্রশাসকের মোবাইল কোর্টের অভিযান নিয়মিত আছে।

তারই অংশ হিসাবে শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের নেতৃত্বে শহরের বনরুপা, তবলছড়ি, রিজার্ভ বাজার ও অলি-গলিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস এসময় পেশকার নজরুল ইসলাম সহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার দাস বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক মাস্ক পরিধান বাধ্যতামূলক করা হয়েছে তাই এখানকার মানুষ ঘর থেকে বাহির হলে যাতে মুখে মাস্ক পড়ে বাহির হয় এবং রাস্তা-ঘাটে ঘুরাফেরা করে সেটা নিশ্চিত করতে আমাদের এই অভিযান। আমরা আজকে রাঙামাটির বনরুপা, তবলছড়ি ও রিজার্ভ বাজার এলাকায় মুখে মাস্ক ছাড়া যারা রাস্তায় ঘুরাঘুরি করছে এমন কয়েকজনকে মোট ৯০০ টাকা জরিমানা করেছি এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে মাস্ক বিতরণ সহ করোনা কালে মাস্কের ভূমিকা উপস্থাপন করে মুখে মাস্ক পড়তে আগ্রহী করা হয়।

স্থানীয় এক পথচারী প্রতিবেদককে বলেন, শহরের এক শ্রেণীর মানুষের মুখে করোনা ভাইরাসের নাম শুনা গেলেও মুখে মাস্ক পড়তে বা সচেতনমূলক নির্দেশনা গুলো মানতে নারাজ তারা। কিন্তু প্রশাসনের টহল টিমের উপস্থিতি টের পেয়ে মাস্ক পড়তে বাধ্য হলেও টহল টিম চলে যাওয়ার প্রহর গুণতে থাকে তারা। মোবাইল কোর্টের গাড়ি যাওয়ার সাথে সাথে মুখের মাস্ক খুলে অবাধে রাস্তায় চলাচল, হাট-বাজারে ঘুরাঘুরি ও ব্যবসায়ীদের ব্যবসা পরিচালনা করতে দেখা মিলে। তাই আমি মনে করি আমাদের নিজেদের সচেতনতায় পারে আমাদের সুরক্ষা রাখতে এবং দেশ থেকে এই ভাইরাসের প্রাদুর্ভাব দূর করতে।