নানিয়ারচরে উপজেলা প্রশাসনের জরিমানা ও মাস্ক বিতরণ


মেহেরাজ হোসেন সুজন    |    ০২:১১ পিএম, ২০২০-১২-০২

নানিয়ারচরে উপজেলা প্রশাসনের জরিমানা ও মাস্ক বিতরণ

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটির নানিয়ারচরেও মরণঘাতী এই ভাইরাসের ছোবল থেকে উপজেলার আপামর জনসাধারণকে রক্ষা করতে ও করোনা ভাইরাস প্রতিরোধের প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের দৃশ্য নানিয়ারচর বাসীর দৃষ্টিগোচর হয়েছে, বর্তমানেও তার ভিন্ন কিছু নয়। সরকারি নির্দেশনা মতে নানিয়ারচর উপজেলার সদর বাজারে মাক্স বিহীন এমন ব্যাক্তিদের জরিমানা,ও মাক্স বিতরণ কর্মসূসী পালন করে নানিয়ারচর উপজেলা প্রশাসন।
০২রা ডিসেম্বর বুধবার দুপুর ১২.০০ ঘটিকায় নানিয়ারচর সদর বাজারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশসানের উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান (তিন্নি) এসময় নানিয়ারচর থানার এসআই মোঃ-আনোয়ার কামাল সহ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
মোবাইল কোর্টের অভিযানে ০৩ জন মাস্ক ছাড়া চলাচল করা ব্যক্তিকে ২০০ টাকা করে মোট ৬০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত পাশাপাশি সকলের মাঝে করোনা সচেতনতা ও মাক্স বিতরণ করেন বলে জানিয়েছেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলি রহমান (তিন্নি)।