হাটহাজারী  ফুটপাতের অবৈধ দখলমুক্ত করেন পৌর প্রশাসক রুহুল


হাটহাজারী প্রতিনিধি    |    ০৬:৪৪ পিএম, ২০২০-১১-২৬

হাটহাজারী  ফুটপাতের অবৈধ দখলমুক্ত করেন পৌর প্রশাসক রুহুল

চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের ড্রেনেজ ও চলাচলের পথে গড়ে উঠা অর্ধশতাধিক স্থপানা সরিয়ে দিয়েছে পৌর কর্তৃপক্ষ।  বৃহস্পতিবার পৌর প্রশাসক রুহুল আমিন এর নেতৃত্বে পৌরসভার কর্মীরা ফুটপাত ও চলাচলের পথ থেকে প্রায় অর্ধশতাধিক স্থাপনা সরিয়ে দেন। দীর্ঘ দিন ধরে এ সব স্থাপনা গড়ে উঠায় মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় পৌর কর্তৃপক্ষ এই মহৎ উদ্যোগ নেয়। বৃহস্পতিবার(২৬ নভেম্বর) বিকেলের দিকে এক ঘন্টা অভিযান পরিচালনা করে সরিয়ে দেওয়া অবৈধ স্থাপনা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক রুহুল আমিন বলেন, ১ কিলোমিটার সড়ক জুড়ে অবৈধ স্থাপনা দখলমুক্ত করা হয়েছে।  দখলকারীদের বার বার বলার সত্বেও তারা তা অমান্য করে চলাচলের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।  যার কারনে এসব স্থাপনা সরিয়ে দেওয়া হয়।  এক শ্রেণীর দোকানদার ইচ্ছেকৃত ভাবে বাইরে চলাচলের পথে ব্যবসা বাণিজ্য শুরু করেন।  এতে সমস্যা আর দুর্ভোগে পড়েছে চলাচলরত পথচারীরা। এ সব স্থাপনা সরিয়ে দেওয়া হয় যাতে পথচলাচল সমস্যা না হয়।