স্বপ্নের রঙ ছড়িয়ে দিতে দশ উপজেলায় স্বপ্নবুননের শাখা গঠন


মাসুদ পারভেজ নির্জন    |    ০৩:১২ এএম, ২০২০-১১-২৪

 স্বপ্নের রঙ ছড়িয়ে দিতে দশ  উপজেলায়  স্বপ্নবুননের শাখা গঠন

রাঙমাটি জেলার দশ উপজেলার স্বপ্নবাজদের ছবি।

পার্বত্য চট্রগ্রাম সহ সারা দেশে  সমাজের কুসংস্কার,অসংগতি,গুজব,সামাজিক সচেতনতা,তরুনদের দক্ষতা উন্নয়ন থেকে শুরু করে মানবিক সচেতনতা,তরুনদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি মানবিক সচেতনতা,নারী ও শিশু উন্নয়ন সচেতনতা,শিক্ষা ও স্বাস্থ্য এবং উন্নয়ন সচেতনতা নিয়ে প্রতিনিয়ত স্বপ্নের বীজ বুনে চলেছে স্বেচ্ছাসেবী সচেতনতামূলক ও অরাজনৈতিক সংগঠন স্বপ্নবুনন।সেই স্বপ্নের রঙ পাহাড়ের কোনায় কোনায় ছড়িয়ে দিতে রাঙমাটি জেলার দশ উপজেলা জুড়ে সপ্নবাজদের নিয়ে শাখা গঠন করা হয়েছে।

পাহাড় ধস থেকে শুরু করে নানা কার্যক্রম প্রতিনিয়ত বিস্মিত হয়েছে পার্বত্যবাসী। শুধু তাই নয় মহামারী করোনা পরিস্থিতিতে  জীবনের বাজি রাখতেও দ্বিধাবোধ করেনি স্বপ্নবাজরা।করোনা পরিস্থিতিতে যেখানে সাধারন মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে আক্রান্তের সংখ্যা গননায় ব্যাস্ত তখনি স্বপ্নবাজরা পরিবার পরিজন বিসর্জন দিয়ে জীবনের তোয়াক্কা সচেতনতার পাশাপাশি ত্রান কার্যক্রমে অভিভূত করেছে পার্বত্যবাসীকে।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এন কে এম মুন্না তালুকদার বলেন, আমাদেরঅন্যতম লক্ষ্য হচ্ছে শিশু হতে তরুন সমাজকে মানবিক চিন্তা চেতনায় গড়ে তোলা। আমরা বিশ্বাস করি, একজন তরুণ যদি মানবিক ও সৎ চিন্তা ধারণ করে বেড়ে উঠেন তাহলে আমাদের দেশ খুব দ্রুত উন্নতি করবে এবং এই মানবিক শিশু ও তরুণ হয়ে উঠবে আমাদের দেশের সোনালী প্রজন্ম।এর অংশ হিসেবে পার্বত্য জেলা রাঙামাটির প্রত্যন্ত দশ উপজেলায় সব রকম সামাজিক সচেতনতামূলক কর্মকান্ড বিস্তৃত করার লক্ষ্যে  ও সমাজবান্ধব মেধাবী তরুনদের মেধা বিকাশেরমাধ্যমে তাদের নিজ উপজেলায় সমাজ উন্নয়ন সাধনের জন্য আমাদের এই পদক্ষেপ"। 


 সংগঠনটির পরিচালক মোঃ নাজিমুলইসলাম কমিটি গঠননিয়ে বলেন, "ইতিমধ্যে বিগত বছরজুড়ে আমরা রাঙামাটির ৫টি উপজেলায় স্বপ্নবুনন উপজেলা শাখার মাধ্যমেই প্রত্যন্ত উপজেলাগুলোতে সেবা প্রদান করে এসেছি, আমাদের সব রকম কার্যক্রম জেলা জুড়ে ছড়িয়ে দিতেই দশ উপজেলা জুড়ে আমরা শাখা তৈরি করেছি যা এই প্রত্যন্ত অঞ্চলে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে"।

রাঙ্গামাটি সদরউপজেলা আহ্বায়ক কমিটিঃ
আহবায়কঃমোঃ আলী আশরাফ আতিক,যুগ্নআহবায়কঃমোঃ আলাউদ্দিন,যুগ্ন আহবায়কঃইমাম হোসেন কুতুবি,যুগ্নআহবায়কঃ মোঃ রবিউল হাসান,যুগ্নআহবায়কঃ মোঃনাহিম উদ্দিন,সদস্য সচিবঃ ছালেহ আহমেদ ,সদস্যঃ মোস্তাফিজুর রহমান রাব্বি,সদস্যঃলক্ষী ভূষণ চাকমা (শুভ্র),সদস্যঃহুসেইন মহিউদ্দিন আসিফ,সদস্যঃসাইমুন ইসলাম,সদস্যঃ মোনাজমুল,সদস্যঃনিলয় বড়ুয়া,সদস্যঃ মোস্তাফিজুররহমান সদস্যঃ মোঃফয়সাল, সদস্যঃআব্দুল্লাহ আল শাহেদ,সদস্যঃজসান হোসাইন,সদস্যঃ মোঃরবিউল হোসেন,সদস্যঃ মোঃফয়সাল(২),সদস্যঃনিজামউদ্দিন, সদস্যঃইমন,সদস্যঃমনিরখান।

নানিয়ারচর উপজেলা আহ্বায়ক কমিটিঃ
আহবায়কঃ মোঃ সোহেল মৃধা,যুগ্নআহ্বায়কঃ মোঃইসমাইল হোসেনবাবু,যুগ্ম আহ্বায়কঃ মোঃ ফোরকান হোসেন,যুগ্ম আহ্বায়কঃ মোঃপারভেজইসলাম,সদস্য সচিবঃ মোঃসাইফুল ইসলাম,সদস্যঃনুর মোহাম্মদ ,সদস্যঃধনেশ্বর দাশ,সুচরিতা চাকমা,সদস্যঃ মোঃ নুরুজ্জামান ,সদস্যঃ মোঃ মেহেদীহাসান,সদস্যঃমাহমুদ ইমরান,সদস্যঃ মোঃ সৈকত।


কাপ্তাই উপজেলা আহ্বায়ক কমিটিঃ
আহবায়কঃফাহিমফয়সালসাকিব,যুগ্নআহবায়কঃনুররাইয়্যান সাদ,যুগ্নআহবায়কঃরাসেলসজীব,যুগ্নআহবায়কঃকবির হোসেন,সদস্য সচিবঃ মোহাম্মাদ আসিফুলইসলাম,সদস্যঃ মোঃরফিকুলইসলাম,সদস্যঃসাজ্জাদহোসেন,সদস্যঃমাহমুদহাসানমারুফ,সদস্যঃআব্দুর রহমান রিদয়,সদস্যঃনাজমুল হাসানআবির,সদস্যঃইমরানুল হক ,সদস্যঃসাগর দাশ .

রাজস্থলী উপজেলা আহ্বায়ক কমিটিঃ
আহবায়ক - মোঃ আরিফুল ইসলাম, যুগ্নআহবায়কঃ ফারজানা আক্তার,যুগ্ম আহবায়কঃসাবিনা সুলতানা,যুগ্ন আহবায়কঃশারমিন আক্তার, সদস্য সচিব - খাইরুলইসলামজুয়েল,সদস্যঃপ্রিতিময় তঞ্চঙ্গ্যা,সদস্যঃআসমা আক্তার,সদস্যঃইমনপাল,সদস্যঃতানভীরুল ইসলাম,সদস্যঃশারমীন আক্তার (২),সদস্যঃ তৌফিকুল ইসলাম,সদস্যঃ শৈবাল চক্রবর্তী,সদস্যঃজসিমউদ্দিন ,সদস্যমেশন তঞ্চঙ্গ্যা,সদস্য -অংনকেসিং সদস্যঃকাজী জুয়েল .বাঘাইছড়ি উপজেলা সমন্বয়ক কমিটিঃ
বাঘাইছড়ি উপজেলায় টিম "স্বপ্নবুনন" ও স্বেচ্ছাসেবীসংগঠন "হৃদয়েবাঘাইছড়ি" যৌথভাবে এই সমন্বয় কমিটিগঠনকরা হয় ।প্রধান সমন্বয়কঃমো.শাহরিয়ার রাকিব,প্রধান সম্পাদকঃ- শান্ত দেব ,সদস্য মো.রিপন,সদস্য- মো.মজিবর,সদস্য- মো.আলীমুল ইসলাম সবুজ,সদস্য-আমান,সদস্য- উল্লাহইফাজ,সদস্য- মোঃশহিদুলইসলাম,সদস্য- মো.রায়হানুলইসলাম,সদস্য- মো.তৈয়বুর রহমান,সদস্য- মো.রবিউল হোসেন,আব্দুল আজিজ।

জুরাছড়ি উপজেলা আহ্বায়ক কমিটিঃ
আহ্বায়ক-সুজনচাকমা, ,যুগ্নআহ্বায়ক- দানীশ চাকমা,সদস্য সচিব- রিপেনচাকমা,সদস্য- সাগর দাশ,সদস্য- মোঃসজীব।

বিলাইছড়ি উপজেলা কার্যকরি কমিটি ২০২০-২০২১ঃ
প্রধান সমন্বয়কঃ মোঃ মেহেদী হাসান,অতিরিক্ত উপ সমন্বয়কঃ মোঃমাসুম বিল্লাহ,উপ  সমন্বয়কঃসুনীল তঞ্চঙ্গ্যা,উপ  সমন্বয়কঃরিপা চাকমা,প্রধানসম্পাদকঃ মোঃআবু হানিফ,অতিরিক্ত উপ প্রধান সম্পাদকঃ মোঃ আঃ কাদের,উপ প্রধান সম্পাদকঃমিন্টু চাকমা,সম্পাদক (সাংগঠনিক), মোঃশহিদুল ইসলাম,সম্পাদক (সাংগঠনিক) ঃ  শারমিন আক্তার,সম্পাদক (প্রচার ও প্রকাশনা) ঃ  মোঃ মুজাহিদ,সম্পাদক (অর্থ)- মোঃ আরিফুল ইসলাম,সম্পাদক (দপ্তর)- মোঃ বেলাল,সম্পাদক (শিক্ষা ও স্বাস্থ্য )- ফারজানা জান্নাত,সম্পাদক (তথ্য প্রযুক্তি ও দক্ষতাউন্নয়ন) - মোঃইব্রাহিম,সম্পাদক (নারী ও শিশুউন্নয়ন)- মিসমরিয়ম,সম্পাদক (সচেতনতা ও পরিবেশউন্নয়ন)- মোঃমুজাহিদ,সম্পাদক (মরণোত্তরচক্ষুদান)-মোঃনাছির,সম্পাদক (সাংস্কৃতিক ও ক্রিড়া)- দাউদুল ইসলাম,সম্পাদক(ত্রান ও রক্তদান )মোঃ রুবেল হোসেন,সদস্যঃ মোঃমামুন হোসেন,সদস্যঃমিলন জয় সদস্যতপন তঞ্চঙ্গ্যা,সদস্য মোঃ ইসমাইল,মোঃ বেলাল।

বরকল উপজেলা কার্যকরি কমিটি ২০২০-২০২১ঃ
প্রধান সমন্বয়ক: মোঃ রাজীব হোসেন,অতিরিক্ত উপ সমন্বয়কঃ মোঃহাবিবুরর হমান,উপ  সমন্বয়কঃ মোঃমিরাজুল ইসলাম,উপ  সমন্বয়কঃজতীন্দ্র চাকমা,প্রধান সম্পাদকঃসঞ্জয় ধর,অতিরিক্ত উপ প্রধান সম্পাদকঃ কেতন চাকমা,উপ প্রধান সম্পাদকঃজীবন চাকমা,সম্পাদক (সাংগঠনিক) রনি মারমা,সম্পাদক (সাংগঠনিক)- মোঃ আলামিন হোসেন,সম্পাদক (প্রচার ও প্রকাশনা)- আব্দুল্লাহআল মামুন,সম্পাদক (উপ-প্রচার ও প্রকাশনা) মোঃমিঠু,সম্পাদক (অর্থ)- মোঃজুয়েল রানা,সম্পাদক( উপ অর্থ) মোঃ বাবুল,সম্পাদক (দপ্তর)- মোঃলিটন হোসেন,সম্পাদক (উপ দপ্তর) বাবু মারমা,সম্পাদক (শিক্ষা ও স্বাস্থ্য ) মোঃজসিম উদ্দীন,সম্পাদক (তথ্য প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন) মোঃ সোহেল রানা,সম্পাদক (নারী ও শিশু উন্নয়ন)- হোসনে য়ারা আক্তার,সম্পাদক (সচেতনতা ও পরিবেশ উন্নয়ন)- মোঃজসিম,সম্পাদক(মরণোত্তর চক্ষুদান) সজিব চন্দ্র ধর,সম্পাদক (সাংস্কৃতিক ও ক্রিড়া) মোঃরায়হান চৌধুরী,সম্পাদক(ত্রান ও রক্তদান ) মোঃমিজানুর রহমান,সদস্যঃ মোঃমহিদুল ইসলাম হৃদয়,সদস্যঃ মোঃ সোহরাব হোসেন,সদস্যঃ মোঃ আলশাহরিয়ার,সদস্যঃপলুমারমা,সদস্যঃ মোঃআব্দুল্লাহ,সদস্যঃ মোঃরাকিব হাসান।

কাউখালী উপজেলা কার্যকরি কমিটি ২০২০-২০২১ঃ
প্রধানসমন্বয়কঃ  ফারজানা আক্তার,অতিরিক্ত উপ সমন্বয়কঃশাহরিয়ার ইমনরাসেল,উপ  সমন্বয়কঃ রোকেয়া আক্তার,উপ  সমন্বয়কঃহাসনা হেনা,প্রধানসম্পাদকঃ মো: হাসান,অতিরিক্ত উপ প্রধানসম্পাদকঃ মো: আকিব,উপ প্রধানসম্পাদকঃউসাইথিন মার্মা থিন,সম্পাদক (সাংগঠনিক)-মো:- মেহেদী হাসান,সম্পাদক (সাংগঠনিক)- মো:- আফসার,সম্পাদক (প্রচার ও প্রকাশনা)- ফয়েজউদ্দিন,সম্পাদক (অর্থ)- ইয়াসিন,সম্পাদক (দপ্তর)- মোরবিউলইসলাম,সম্পাদক (নারী ও শিশুউন্নয়ন)- সুমনা চৌধুরী,সম্পাদক(সাংস্কৃতিক ও ক্রিড়া)-সাজেদা আক্তার কেয়া,সদস্যঃরাশেদা আক্তার প্রিয়া,সদস্যঃশাহআব্দুলআজিজ,সদস্যঃফারহানা আক্তার ইতি।

লংগদু উপজেলা কার্যকরি কমিটি ২০২০-২০২১ঃ
প্রধানসমন্বয়ক- সিরাজুল ইসলাম( ইবলু), অতিরিক্ত উপ সমন্বয়কঃমোঃরফিকুল ইসলাম, উপ সমন্বয়কঃমিনহাজুল ইসলাম,প্রধান সম্পাদকঃমোহাম্মদ বিপ্লব হোসেন,অতিরিক্ত উপ প্রধানসম্পাদকঃমোমাইনুদ্দিন, উপ প্রধান সম্পাদকঃবাকি বিল্লাহ,সম্পাদক (সাংগঠনিক) গোলামুর রহমান,সম্পাদক (সাংগঠনিক)- জাহাঙ্গীর আলম,সম্পাদক (প্রচার ও প্রকাশনা)-মোঃইব্রাহিম,সম্পাদক (অর্থ)-নিজাম উদ্দিন,সম্পাদক (দপ্তর)-বিজয় নাথ,সম্পাদক (শিক্ষা ও স্বাস্থ্য )সুমন রানা,সম্পাদক (তথ্য প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন) মোরশেদ আলম,সম্পাদক (নারী ও শিশুউন্নয়ন)-সম্পাদক (সচেতনতা ও পরিবেশউন্নয়ন)-শ্রীকান্ত ভট্টাচার্য ,সম্পাদক (মরণোত্তরচক্ষুদান) আবু বক্করসিদ্দিক,সম্পাদক (সাংস্কৃতিক ও ক্রিড়া)আব্দুর রহিম,সম্পাদক(ত্রান ওরক্তদান )জাবের খান,সদস্যঃআরমান হোসেন,সদস্যঃআশরাফুল ইসলাম মাকসুদ।