চার লেইন সড়ক নির্মাণে পাল্টে যাচ্ছে উত্তর চট্টগ্রামের জনপথ


হাটহাজারী প্রতিনিধি    |    ১১:৫৭ পিএম, ২০২০-১১-১৯

চার লেইন সড়ক নির্মাণে পাল্টে যাচ্ছে উত্তর চট্টগ্রামের জনপথ

চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কের হাটহাজারী থেকে রাউজানের শেষ সীমানা পর্যন্ত চার লেইনের মহাসড়কের কাজ চলছে পুরোদমে। প্রায়  ৫২৮ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে সড়টি নির্মাণ করা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নে কাজ করছেন্যাশনাল ডেভলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লিমিটেড(এনডিই) ও স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নামের দুটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সড়কটি নির্মাণের
ফলে পাল্টে যাবে উত্তর চট্টগ্রামের  জনপথ। রাউজান থেকে নির্বাচিত সংসদ ফজলে করিম চৌধুরী চার লেইন সড়কটি নির্মাণের জোরালো ভুমিকা থাকায় এই সড়কের উন্নয়ন দ্রুত এগিয়ে চলছে। সড়কটি নির্মাণের জন্য  সড়ক ও জনপথ(সওজ) বিভাগেরবেশি ভাগ জমি উদ্ধার করা হয়। ইছাপুর বাজার থেকে হাটহাজারী পৌর সদর পর্যন্ত প্রায় মার্কেট,দোকানসহ শতাধিক ব্যবসায়ী প্রতিষ্টান ভেঙে ফেলা হয়।
সওজ কর্তৃপক্ষ তাদের সীমানা নির্ধারণ করে লাল মার্ক দেওয়া হয়। এ সব মার্ককৃত জমি খালি করার জন্য নিদিষ্ট সময় বেধে দেওয়া হয় অবৈধ ভাবে গড়ে উঠা বিভিন্ন প্রতিষ্টানকে। সড়ক ও জনপথ (সওজ) এর জমির উপর দখলকৃত ব্যবসায়ী প্রতিষ্টান,ঘর বাড়ি ও ক্লাব ঘর রয়েছে তাদেরকে দ্রুত নিজ উদ্যোগে ভেঙে ফেলার জন্য নিদিষ্ট সময় বেধে দেওয়া হয়। গত কয়েক মাস থেকে রাউজান থেকে হাটহাজারী পর্যন্ত সড়কের দুই পাশে সওজ কতপক্ষের উপর নির্মিত দোকানপাট ভেঙে ফেলা হয়। সড়কের পাশে ভরাট করা হয় পুকুর,সড়কে নির্মাণ করা হয় নতুন নতুন ব্রিজ। সড়কের দুই পশে কিছু পাকিংয়ের জন্য খালি জায়গা ছাড়াও মধ্যে
থাকবে  ডিভাইডার। সড়কটি নির্মাণ হলে অনেকটা সুবিধা হবে পর্যটকদের।
পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি  যাওয়ার পথে আগের সড়কটি ছিল অনেক ছোট এতে দুই পাশের চলাচলকৃত গাড়ি গুলো অনেক সময় যানজটে কবলে পড়ে আটকে যেত।সড়কটি চার লেইনে উন্নিত হওয়ায় এই সড়কে দুঘর্টনার আশংকা আর থাকছে না।সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায় হাটহাজারী থেকে ১৮.৩০ কিলোমিটার এই সড়ক বর্তমানে প্রস্থ আছে ৫.৫০ মিটার। চার লেইন প্রকল্পের আওতায় এই সড়কটি এখনকরা হচ্ছে ১৫.১৮ মিটার। এই প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা বয়েছে ২০২১ সালে।