দূর্গম দুমদুম্যায় স্থাপিত মৎস্য বাধেঁ মিঠবে আমিষের চাহিদা


স্মৃতিবিন্দু চাকমা    |    ১১:৫৮ পিএম, ২০২৪-০৩-১৫

দূর্গম দুমদুম্যায় স্থাপিত মৎস্য বাধেঁ মিঠবে আমিষের চাহিদা

জুরাছড়ি উপজেলা দূর্গম দুমদুম্যা ইউনিয়নে পার্বত্য চট্টগ্রাম মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প কর্তৃক স্বপন চাকমার নিজস্ব জমিতে মৎস্য বাঁধ ও ড্রেন নির্মান কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে।

ইউপি সদস্য সত্যপ্রিয় চাকমা জানান, বিগত সময়ে দুমদুম্যা ইউনিয়নে সরকারি অর্থায়নে কোন মৎস্য বাঁধ করা হয়নি, এবার সর্ব প্রথম দুমদুম্যা ইউনিয়নে সরকারি অর্থায়নে মৎস্য বাঁধ এবং ড্রেনটি নির্মানের ফলে দূর্গম এলাকায় মাছের চাহিদা কিছুতা মিটবে ফলে শিশুরা আমিষের চাহিদা আংশিক হলেও  পুরণ হবে।

গত ৩১শে জানুয়ারি ২০২৪ সালে প্রকল্পটি লে আউট দেওয়া হয় তখন উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম  অঞ্চল মৎস্য  সম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী মোহাম্মদ হজরত আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিটন চাকমা,  উপজেলা মৎস্য অফিসার মৃনাল কান্তি চাকমা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।

চেয়ারম্যান শান্তিরাজ চাকমা থেকে জানতে চাইলে তিনি বলেন, স্বপন চাকমার জমিতে মৎস্য বাঁধ এবং ড্রেনটি নির্মানের ফলে স্বপন চাকমা আর্থিক ভাবে লাভবান হবে এবং এলাকার মানুষের মাছের চাহিদা মেটাতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। চেয়ারম্যান শান্তিরাজ  চাকমা আরো জানান, ভবিষ্যতে যদি দুমদুম্যা ইউনিয়নে আরো মৎস্য বাঁধ বাড়ানো হলে এখানকার মানুষ অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হতে পারবে এমনটাই আশা প্রকাশ করেন।