যুবকরা এগিয়ে আসলে এগিয়ে যাবে দেশ; শহিদুজ্জামান মোহসীন রোমান


নিজস্ব প্রতিবেদক    |    ০২:২১ পিএম, ২০২৩-০৬-০৭

যুবকরা এগিয়ে আসলে এগিয়ে যাবে দেশ; শহিদুজ্জামান মোহসীন রোমান

যুবকরা এগিয়ে আসলে দেশ এগিয়ে যাবে। বর্তমান সরকার যুবকদের নিয়ে কাজ করছে।  যুবকরা যাতে এগিয়ে যেতে পারে সেই লক্ষ্যে বিভিন্ন নীতি মালার করে যুব ও ক্রীড়া মন্ত্রনাল কাজ করছে বলে মন্তব্য করছেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.শহীদুজ্জামান মোহসীন রোমান।

বুধবার সকালে মানুষের জন্য ফাউন্ডেশন এর উদ্যোগে ধ্রুবতারা ইয়ুথ ফাউন্ডেশন ( ডিওয়াইডিএফ) অ্যালায়েন্স ভুক্ত  সংগঠন জীবন ইয়ুথ ফাউন্ডেশন  এর বাস্তবায়নের   যুবকদের পরামর্শের উপর ভিত্তি করে জাতীয় যুব নীতি ২০১৭ পর্যাচলনা নিয়ে রাঙামাটি জেলা পরিষদ সম্মেলন কক্ষে   দিনব্যাপি যুব নীতি পর্যালচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন৷
তিনি বলেন, সরকার একার পক্ষে দেশকে এগিয়ে নিতে  পারে না,  এই ক্ষেত্রে দেশের যুবকরা এগিয়ে আসলে সামনে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে কোনো বাঁধা থাকবে না। সামনের স্মাট বাংলাদেশ গড়ে তুলতে হলে দক্ষ যুব সমাজ কে এগিয়ে আসতে হবে।

এসময় বাংলাদেশ জাতীয় সাবেক মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জীবন ইয়ুথ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সাজিদ বিন জাহিদ , রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জাতীয় যুব পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিভাগীয় প্রতিনিধি কিংসুক চাকমা,  নিরত বরুন চাকমা সহ  সংশ্লিষ্টরা।

পর্যালোচনা সভায় বক্তারা বলেন, যুবসমাজ যে কোন দেশের মূল্যবান সম্পদ জাতীয় উন্নয়ন ও অগ্রগতি যুব সমাজের সক্রিয়  অংশগ্রহনের  উপর অনেকাংশেই নির্ভরশীল। যুবসমাজের মেধা, সৃজনশীলতা, সাহস ও প্রতিভাকে কেন্দ্র করেই গড়ে উঠে একটি জাতির অর্থনৈতিক,সামাজিক ও সাংস্ক্রতিক পরিমন্ডল। পৃথিবীর অন্যান্য দেশের মত বাংলাদেশও যুব সমাজ জাতির ভবিষ্যৎ কর্ণধার, নীতি নির্ধারক ও সিদ্বান্ত গ্রহনকারী। জনসংখ্যার সবচেয়ে প্রতিশ্রুতিশীল ও উৎপাদনমূখী অংশ হচ্ছে যুবগোষ্ঠি। দেশের অসংগঠিত, কর্মপ্রত্যাশী এই যুবগোষ্ঠিকে সুসংগঠিত, সুশৃখল এবং উৎপাদনমূখী শক্তিতে রুপান্তরের লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব  উন্নয়ন অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।        

অনুষ্ঠান শুরুতে প্রেজেন্টেশনের মাধ্যমে যুবনীতি ২০১৭ নিয়ে যুবনীতি সম্পর্কে পর্যালোচনা করা হয়।