নিজস্ব প্রতিবেদক | ০৮:৪২ পিএম, ২০২৩-০৪-০১
গত March 18, 2023 ইং তারিখে ভারতের মিজোরাম প্রদেশের Lawngtlai district (লংতলাই জেলা)-এর অন্তর্ভুক্ত Bungtlang (বুংতলাং)-এ কেএনএফ (কেএনএ)h-এর ক্যাপ্টেন গজপেল বম (২৯) এবং Sanglianzual Bawm (পাসেন বম) (বয়স-২৯) এ দুইজনকে আসাম রাইফুল আটক করে। সাংলিয়ানজোয়াল বম (পাসেন) পীং- বিলথন বম-কে ছেড়ে দিয়ে গজপেল বমকে লংতলাই জেলার কারাগারে পাঠানো হয়।
গজপেল বমকে জেলে ঢুকিয়ে দিয়ে পাসেন বম ছেড়ে দেওয়ার কারনে কেএনএফ-এর সদস্যরা তাকে সন্দেহ করে যে, পাসেন বম-এর আসাম রাইফুলদের কাছে ইনফরমেশন বা খবর দেওয়ার কারনে গজপেল বমকে ধরা হয়েছে। সে কারনে মার্চের ১৯ তারিখে বুংতলাং থেকে তাকে ডেকে মংবুহ বম পাড়ার দিকে নিয়ে কেএনএফ-এর সদস্যরা তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। গত মার্চ ১০ তারিখে Bungtlang (বুংতলাং) পাড়ার স্কুল ঘরে কেএনএফ-এর Executive Council মিটিং যোগ দেওয়ার জন্য ঠেনজল শহর থেকে মটর-বাইক করে গজপেল বমকে পাসেন বম মংবুহ পাড়ায় নিয়ে গিয়েছিল।
এ কেএনএফ-এর মিটিং-এ যারা যোগদান করেছে- তাদের নাম: নাথান বম, ভানচুংলিয়ান বম, লালজংময় বম, জিংখুমলিয়ান বম, সালেম বম, জিরমিং বম, গসপেল বম, লালএংলিয়ান বম, ভানলালপেক বম, পাজাও বম, নুনসাং বম, রৌনন বম, বমচেও বম এবং এলবার্ট বম। এ সাংলিয়ানজোয়াল বম (পাসেন)-এর হত্যায় কেএনএফ-এর এক্সজিকিউটিভ মিটিং-এ যোগ দিয়েছে তারা সবাই দায়ী। যারা এ ভাবে পাসেন বমকে নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে কঠোরভাবে শাস্তি দেওয়া হোক।
৬/৭ বছর আগে বাংলাদেশে রুমা উপজেলার আরথাহ পাড়ায় বসবাস করত, এ আরথাহ পাড়া প্রথমে মিজোরামের চামদুর প্রজেক্ট বম পাড়ায় বসবাস করে গত ২/১ বছর আগে মিজোরামের ঠেনজল-এ বসবাস করেছে। বিলথন বম-এর এক মাত্র ছেলে। এ পাসেন বম-এর ৭ বছর আগে বিয়ে করে বর্তমানে ৬ বছরের একটি ছেলে আছে।
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির কাপ্তাই বনবিভাগের আওতাধীন কামিলাছড়ি বিট এলাকায় দখল হওয়া প্রায় ৫ একর সরকারি বনবিভাগের জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য এলাকায় যে উন্নয়নের ধারা বয়ে চলেছে সেটি আগামীতেও আরো উন্নতি হতে হলে শেখ হাসিনা ছাড়া কোন বি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য বান্দরবানে কএনএফ সন্ত্রাসীদের হাতে দুই ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। অপহৃতদের মধ্যে এক...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, দেশের উন্নয়নের জন...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম তুইচুই মৌজার লংথিয়ান পাড়ায় ডায়রিয়ায় আক্রান্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পর্যটন জেলা বান্দরবান পৌরসভায় বসবাস করছে অসংখ্য মানুষ। তবে পর্যটন শহর হলেও ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2023 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited